সেনা দূর্ঘটনায় শহীদ খড়গপুরের বাপ্পাদিত্য, এলাকায় শোকের ছায়া।
সেনাবাহিনীতে কর্মরত পশ্চিম মেদিনীপুর জেলার ,খড়গপুর এলাকার বারোবেটিয়ার বাসিন্দা ৩৩ বছরের তরুন-তরতাজা বাপ্প্যাদিত্য খুটিয়া গতকাল লাদাখ থেকে সিয়াচেন যাওয়ার পথে সায়ক নদীতে ব্রিজ থেকে ৫০ ফুট নীচে জওয়ানদের গাড়ি পড়ে ভারতীয় অন্য ৬ জন সেনা জওয়ানের সঙ্গে সলিল সমাধি হয়েছন।
শোকস্তব্ধ বাবা অবসরপ্রাপ্ত CRPF কর্মী সুকুমার খুটিয়া, সন্তানহারা মা রীনা খুটিয়া, সদ্য স্বামীহারা জলি খাটুয়া, পিতৃহারা মাত্র ১১ মাসের শিশুকন্যা শ্রীদীপ্তা খুটিয়া। ছেলের মৃত্যুসংবাদে সন্তানহারা মা বারবার মূর্ছা যাচ্ছেন।
গতমাসেই তিনি বাড়ী এসেছিলেন। আবার ও বাড়ী আসার কথা ছিলো। এবার এসে নতুন বাড়ী বানানোর স্বপ্ন দেখেছিলো বাপ্পাদিত্য। বাপ্পাদিত্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। এদিকে সেনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।