হরপা বানের হামলা! প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু বহু; দেখুন সেই হাড় হিম ভিডিও
ভুবন মোহনকর: ০৬/১০/২০২২: বুধবার বিজয়া দশমীতে রাত্রি প্রায় ৯ টা নাগাদ ভয়াবহ দূর্ঘটনা ঘটে গেল জলপাইগুড়ির মালবাজারে । মালবাজারের মাল নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় হঠাত্ হড়পা বান চলে আসে। ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে ১০ জনের । অসুস্থ আরো ১০ জন । এখনও পর্যন্ত বহু মানুষ নিখোঁজ বলে জানা গেছে । পুলিশ জানিয়েছেন দুর্ঘটনা ঘটেছে ঘানটি ঘাটের কাছে। জেলা শাসনক জানিয়েছেন প্রবল জলস্রোতে অনেকেই ভেসে গিয়েছিলেন। মুহূর্তের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। তবে প্রশাসন উদ্ধারকাজে রীতিমত তত্পর।
সূত্রের খবর ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। একটি আইল্যান্ডে জলের তোড়ে ভেসে যাওয়া প্রায় ৪০ জন আটকে রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। অন্ধকারের কারণে উদ্ধারকাজ কিছুটা হলেও ব্যহত হয়েছে। তাছাড়াও এখনও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। আর সেই কারণে সমস্যায় পড়েছেন উদ্ধারকারীরা। মুহুর্তের মধ্যেই বিসর্জন বিষাদে পরিণত হয়। লন্ডভন্ড হয়ে যায় গোটা এলাকা। সজন হারা কান্না আর আতঙ্ক গ্রাস করে গোটা এলাকা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে দুর্গা পুজোর সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানান হয়েছে নিতহদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।
8 dead after flash flood hit Mal River in West Bengal's Jalpaiguri during idol immersion
Read @ANI Story | https://t.co/n6DyFe6usY#MalRiver #FlashFlood #JalpaiguriAccident #WestBengal pic.twitter.com/IGnzP4BmdX
— ANI Digital (@ani_digital) October 6, 2022