অগ্নিপথের বিরোধিতায় আজ সারা ভারত বনধ! উস্কানির ছাড়ানোয় গ্রেফতার, সতর্কতা রাজ্যেও
আজ সোমবার সপ্তাহের প্রথম দিনেই ভারত বনধের ডাক দিয়েছে কিছু সংগঠন। কেন্দ্রের মোদী সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করেই এই বনধ ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, এই বনধকে কেন্দ্র করে যাতে সাধারণ মানুষকে কোনোরকম সমস্যা পড়তে না হয়, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য সমস্ত থানা, জেলা প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে নবান্ন। রাজ্যের গৃহ ও পার্বত্য বিষয়ক বিভাগ, অভ্যন্তরীণ নিরাপত্তা শাখার পক্ষ থেকে রেলওয়ে এবং অন্যান্য কেন্দ্রীয় সম্পত্তি সহ স্বাভাবিক জনজীবন যাতে ব্যহত না হয় তার দিকে বিশেষ ভাবে নজর দেওয়ার কথা ইতিমধ্যেই জেলা মহকুমা শাসক থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক বিভাগকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে দিকটা নজর রাখতেও বলা হয়েছে।
প্রসঙ্গত, সাড়ে ১৭ বছর থেকে ২৩ বছর বয়সী তরুণ তরুণী দেশ সেবায় ( স্থল সেনা, নৌ বাহিনী ও বায়ু সেনা) নিজেকে কাজে লাগাতে এই প্রকল্পের সূচনা। এবং মেয়াদ শেষে ২৫% স্হায়ী সেনায় এবং বাকিরা অন্যান্য চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার সহ অন্যান্য বিষয়ে সুযোগ পাবেন বলে জানানো হয়েছে। কিন্তু কেন্দ্রের এমন ঘোষণা নিয়েই শুরু হয় বিতর্ক, বিক্ষোভ, ভাঙচুর চালায় জায়গায় জায়গায়, যার জেরে আজ সারা ভারত বনধ ডাকা হয়েছে।
সেইসঙ্গে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যারা অগ্নিপথ হিংসায় জড়িত, তাদের কোনওভাবে নিয়োগ করা হবে না। আবেদনপত্রে মুচলেকা দিতে হবে যে, ‘তাঁরা হিংসায় যুক্ত ছিলেন না। তারপরই পুলিশি যাচাইপর্ব চলবে।’ এদিকে, রবিবার কেন্দ্রের তরফে জানানো হয়, অগ্নিপথ সংক্রান্ত নানা ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। এমনই ৩৫টি গ্রুপকে নিষিদ্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কারা সোশ্যাল মাধ্যমে সেনা নিয়োগ নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করারও চেষ্টা চলছে। ইতিমধ্যেই এই অভিযোগে দশজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট: ভুবন মোহনকর।