সাবধান! ভুল করে টাকা এসেছে, টাকা না ফেরানোর আর্জি পুলিশের! বিস্তারিত জানতে এখনি পড়ুন
ভুবন মোহনকর: ২৪/০৩/২০২৩: পশ্চিম মেদিনীপুর: হঠাৎ-ই আপনার কাছে এল একটি ফোন। ফোনের ওপারে শোনা যাচ্ছে এক অচেনা তরুণ/তরুণীর কণ্ঠস্বর। আপনি ফোনটা ধরতেই ফোনের ওপার থেকে তিনি বললেন, “দাদা আমি আপনার গুগল পে-তে ভুল করে কিছু টাকা পাঠিয়ে ফেলেছি। এক বন্ধুকে পাঠাতে গিয়ে আপনার কাছে চলে গিয়েছে। আমি টাকার অ্যামাউন্ট ও টাকা পাঠানোর স্ক্রিনশট আপনাকে পাঠিয়ে দিয়েছি।
অনুগ্রহ করে যদি টাকাটা ফেরত দেন”। কি করবেন আপনি? কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, আপনি টাকা ফেরত দেবেন না। সোজা থানায় যান। আরও, ভালোভাবে জানুন! যদি কেউ আপনার অ্যাকাউন্টে ভুলভাবে টাকা পাঠিয়ে থাকে, এবং আবার সেই টাকা ফেরত দেওয়ার অনুরোধ জানায়, তাহলে কোনো ভাবেই অনলাইনে টাকা ফেরত দেবেন না। তাহলেই আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে, হয়ে পড়বেন নিঃস্ব।
যদি এমন ঘটনা ঘটে, তাহলে তাকে আইডি প্রুফ সহ নিকটস্থ থানায় আসতে এবং নগদ টাকা নিতে বলুন। পুলিশ সূত্রের খবর, বিগত কয়েক বছরে জামতাড়া গ্যাংয়ের দাপাদাপি গোটা দেশজুড়ে চললেও প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে নিত্যনতুন প্রতারণার ছক কষছে প্রতারকরা। তাই এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাপিশ করতে পাতা হচ্ছে নিত্যনতুন ফাঁদ। গুগল পে, ফোন পে-র মতো ইউপিআই পেমেন্ট নির্ভর অ্যাপগুলি ব্যাবহার করেই এই প্রতারণা শুরু হয়েছে।
অন্যদিকে শুধুমাত্র কেওয়াইসির নামে প্যান নম্বর জেনে ১৬ দিনে ৮১ জনের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা লুঠ করে নিয়েছে প্রতারকরা। কলকাতা পুলিশ এবং সাইবার ক্রাইম সেল থেকে এই সচেতনতা করা শুরু হয়েছে।