আগুন লাগলো পেট্রোল ডিজেলে! ১৫ দিনে ১৩ বার বাড়লো তেলের দাম
ভুবন মোহনকর: ০৫/০৪/২০২২: গত ১৫ দিনে ১৩ বার দাম বাড়ল জ্বালানি তেলের। গত কয়েক দিনের ‘চেনা ছন্দে’ মঙ্গলবারও চড়ল পেট্রল-ডিজেল। রাজ্য-সহ সারা দেশে গত পনেরো দিনে ১৩ বার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। মঙ্গলবার সকালে ফের নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। কলকাতায় প্রায় সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেল ডিজ়েলের দাম।
লিটারে ৮০ পয়সা বেড়ে এখন শহরের আইওসি-র পাম্পে তা বিক্রি হচ্ছে ৯৯ টাকা ২ পয়সায়। অন্য দিকে, এক লিটার পেট্রল কেনার খরচ পড়ছে ১১৪ টাকা ২৮ পয়সা। লিটারে পেট্রলের দাম বেড়েছে ৮৩ পয়সা। রাজধানী দিল্লিতে ৮০ পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৩ টাকা ৮১ পয়সা পয়সা থেকে ১০৪ টাকা ৬১ পয়সা। এবং ডিজেলের দাম ৯৫ টাকা ০৭ থেকে বেড়ে ৯৫ টাকা ৮৭ পয়সা হয়েছে। মুম্বই লিটার প্রতি পেট্রোলে ৮৪ পয়সা বেড়ে দাম ১১৮ টাকা ৮৩ থেকে ১১৯ টাকা ৬৭ পয়সা দাঁড়িয়েছে। এবং লিটার প্রতি ডিজেলের দাম ৮৫ পয়সা বেড়ে ১০৩ টাকা ০৭ থেকে বেড়ে ১০৩ টাকা ৯২ পয়সা দাঁড়িয়েছে।