এ যেনো চালুনি দিয়ে আসল বাছাই! ২০১৪ সকল টেট কোয়ালিফাই চাকরি প্রাপক দের পুনরায় তলব, হবে যাচাই
ভুবন মোহনকর ,২৩/০৬/২০২২: ২০১৪ সালে টেট পাশ করে চাকরি পাওয়া সমস্ত শিক্ষকের নথি জোগাড়ে পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৬ জুন জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিকে নির্দেশিকা পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই নির্দেশের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে স্কুল সাব ইন্সপেক্টরদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, ২০১৪ সালে টেট পরীক্ষা দিয়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের অ্যাডমিট কার্ড, সমস্ত শংসাপত্র জমা করতে হবে। চাকরিপ্রাপকদের নিয়োগপত্র এবং ইন্টারভিউ ও কাউন্সেলিংয়ের চিঠিও জমা করতে হবে।
সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে সিবিআই ২০১৪ সালে চাকরিপ্রাপকদের তথ্য চাইলে তা দ্রুত তাদের হাতে তুলে দিতেই এই পদক্ষেপ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানা গিয়েছে, ২০১৪ সালের টেটে প্রায় সাড়ে ১৬ হাজার জন চাকরি পান। ওয়াকিবহাল মহল বলছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ সবার নথি জোগাড় করায় এখন প্রত্যেকেই কার্যত তদন্তের আওতায় চলে আসছেন।
সিবিআই চাইলে সবার নথি খতিয়ে দেখতে পারে। প্রসঙ্গত, বিগত কয়েকদিন আগে ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই শিক্ষকরা ২০১৪ সালে টেট পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন। এমনকী, প্রাথমিক টেট ঘিরে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তেরও নির্দেশ দেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। যার জেরে শুরু হয়েছে এমন ধরপাকড়।