জায়গায় জায়গায় অবরোধ! অশান্তির জের, বাতিল বহু ট্রেন, বন্ধ হল ইন্টারনেট পরিষেবা
ভুবন মোহনকর: ১০/০৬/২০২২: শুক্রবার সকাল থেকে ফের অবরোধ হয় উলুবেড়িয়া সহ বিভিন্ন জায়গায়। পাশাপাশি শুরু হয় রেল অবরোধ। বম্বে রোডের কুলগাছিয়া, পীরতলায় অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলেই পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। পুলিশও পালটা লাঠিচার্জ করেছে।
এদিকে, রেলপথেও অবরোধ করা হয়। বাগনান, ফুলেশ্বর, চেঙ্গাইল-সহ একাধিক স্টেশনে দাঁড়িয়ে দূরপাল্লার ও লোকাল ট্রেন। সূত্রের খবর, শিগগিরই ১৪৪ ধারা জারি করতে পারেন হাওড়ার জেলাশাসক। ইতিমধ্যে হাওড়া জেলা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে, বন্ধ থাকবে আগামী সোমবার সকাল ৬ টা অব্দি। এমনকি রাজ্যের উদ্বেগ জনক ঘটনা নিয়ে রাজ্যপাল কলকাতার নগরপাল কে জরুরী তলব করেছেন। বাতিল হয়েছে হাওড়া থেকে আ ও ডাউন ট্রেন।
প্রসঙ্গত, ইসলাম বিদ্বেষী এমন ঘটনার প্রচিবাদে বৃহস্পতিবার দিনভর হাওড়ার বিভিন্ন জায়গায়, জাতীয় সড়কের একাংশ অবরোধের জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হন জনতা। এদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের পরিস্থিতি সামাল দিতে সেনা, আধা সেনা নামানোর আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর।