বচসার জেরে সহযাত্রীকে ফেলে দিল চলন্ত ট্রেন থেকে, রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক
চলন্ত ট্রেনে চলছে দুই যাত্রীর বচসা, হঠাৎই একজন অপরজনকে ঠেলে ফেলে দিল চলন তোর ট্রেন থেকে। শনিবার রাতে হাওড়া–মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে এমনই শিহরণ জাগানো দৃশ্য দেখা গেলো। ঘটনাটি ঘটে তারাপীঠ রোড ও রামপুরহাট রেল স্টেশনের মাঝে। এই ঘটনার ভিডিয়ো করে ফেলেন অন্য এক সহযাত্রী। এখন সেই ভিডিওর ভিত্তিতেই অভিযুক্তের খোঁজ চালাচ্ছে রেল পুলিশ। চাঞ্চল্যকর ওই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
ভিডিওটিতে দেখা গিয়েছে চলন্ত ট্রেনের মধ্যেই দুই যাত্রীর বচসা শুরু হয় তারপরে শুরু হয় হাতাহাতি এবং ঠেলাঠেলি। বচসা চলাকালীন এক ব্যক্তি, ট্রেনের দরজার সামনে থেকে অপর যাত্রীকে ঠেলে ফেলে দেয়। পরে ট্রেন যখন তারাপীঠ ঢোকে তখন ওই অভিযুক্তকে দেখা যায় হাত তুলে প্রণাম করতে। সেই ভিডিও ক্যামেরাবন্দি করেন সেই ব্যাক্তি। তারপরই ট্রেন থেকে নিখোঁজ হয়ে যায় অভিযুক্ত ব্যাক্তি।
পরে রেল পুলিশ রেললাইনের ধার থেকে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় আক্রান্ত ব্যাক্তিকে উদ্ধার করে তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, এই মুহূর্তে তাঁর অবস্থা আশঙ্কাজনক। গুরুতর জখম ওই যাত্রীর নাম সজল শেখ, বাড়ি বীরভূমের রামপুরহাট থানার সুঁদিপুরে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সজলকে শেখকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর বিষয়টি জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। তিনি বলেন, ‘ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি।’