হাওড়ায় নগরদোলা সেট করতে গিয়ে ৫০ ফুট ওপর থেকে পড়ে আহত শ্রমিক!মেলার প্রস্তুতি বন্ধ করলেন প্রশাসন
ভুবন মোহনকর: ২৬/০৪/২০২২: নাগরদোলার কাজ করতে গিয়ে ৫০ ফুট উপর থেকে নিচে পড়ে গেলেন ৪ শ্রমিক। তাঁদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ভরতি করা হয়েছে কলকাতার হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার রামরাজাতলায়। নাগরদোলার কাজ করার সময় প্রায় ৫০ ফুট উঁচু থেকে নিচে পড়ে যান ৪ শ্রমিক। গুরুতর জখম হন তারা। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ভরতি করা হয়েছে কলকাতা হাসপাতালে।
এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মেলার মাঠে প্রায় ৫০ ফুট উপরে ওঠে নাগরদোলা তৈরি করছিলেন শ্রমিকরা। কিন্তু কারও সেফটি বেল্ট পরা ছিল না। আচমকাই নিচে পড়ে যান ৪ জন।
শুধু তাই নয়, ঘটনার পরেও ঠিকাদার সংস্থার তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টে প্রমাণ লোপাটে চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই দুর্ঘটনার পর শ্রমিকরা কাজ বন্ধ করে দেন বলে খবর। এরপর তড়িঘড়ি আহত শ্রমিকদের হাসপাতালে নিয়ে যায় মেলা কর্তৃপক্ষ। ততক্ষণে খবর পৌঁছে গিয়েছে জগাছা থানায়। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিস এবং মেলার প্রস্তুতি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।