নির্ধারিত সুচী অনুযায়ী পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী
সব্যসাচী গুছাইত:১৭/০৫/২০২২
পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী ঠিক সাড়ে ১২টায় জেলা শহর মেদিনীপুরে অবতরন করে মুখ্যমন্ত্রীর কপ্টার। এর পর গাড়ীতে করে তিনি প্রশাসনিক সভামঞ্চে গিয়ে হাজির হন। এই প্রশাসনিক বৈঠক থেকে ৪৮০ কোটি ৪৩ লক্ষ টাকার ১২৩টি প্রকল্পের উদ্ভোধন সহ ৩৪৫ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন।
প্রশাসনিক বৈঠক থেকে ৫ জনকে কৃষকরত্ন প্রদান করেন। তারা হলেন–
১) অমিয় মাইতি ,দাসপুর
২) সুনীল জানা, ডেবরা
৩) তাপস কুমার ঘোড়াই, পিংলা।
৪)বীরেন্দ্রনাথ দেবসিংহ, মেদিনীপুর
৫) হারাধন বেরা, মেদিনীপুর।
সমাজের মূলস্রোতে ফেরা পশ্চিম মেদিনীপুরের ৫ জন, পুরুলিয়া ও বাঁকুড়ার ২ জন প্রাক্তন মাওবাদীকে চাকরীর নিয়োগপত্র তুলে দেন সভামঞ্চ থেকে।
স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনো অভিযোগ থাকলে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে বলেন। কোন নার্সিং হোম যদি স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেয় সাথে সাথে ওই নার্সিং হোমের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহন করার কথা বলেন।
অবিলম্বে চন্দন সাহা এবং কনিকা মান্ডিকে জেলা পরিষদের কর্মাধক্ষ্য পদে নিযুক্ত করার জন্য জেলা পরিষদের সভাপতিকে নির্দেশ দেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলার ছোটো ছোটো মিডিয়াকে গুরুত্ব দেওয়ার কথাও ঘোষনা করেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভামঞ্চ থেকে।