আগামী কালকেই রাজ্যে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! নিরপত্তায় মোড়া থাকবে বেশ কিছু জায়গা
ভুবন মোহনকর: ২৬/০৩/২০২৩; পশ্চিম মেদিনীপুর: দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এই প্রথম দু দিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন দ্রৌপদী মুর্মু। ২৭ মার্চ সোমবার অর্থাৎ, আগামীকাল সকালে কলকাতায় পৌঁছনোর কথা রাষ্ট্রপতির।
রাষ্ট্রপতির সফরের জন্য ইতিমধ্যেই শহরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার থেকেই জায়গায় পুলিশি টলহদারি চলছে। সকালে দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরে সাক্ষাৎকার ও আলোচনায় অংশ নেবেন রাজ্যপাল বোসের সঙ্গে। সায়েন্স সিটি, নেতাজি ভবনে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দ্রৌপদী মুর্মু। এরপর বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সংবর্ধনা জানাবে। মঙ্গলবার সকালে বেলুড মঠ ঘুরে দেখার পর চলে যাবেন শান্তিনিকেতনে। সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দ্রৌপদী মুর্মু।
তাঁর সফর ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গোটা বীরভূম তথা শান্তিনিকেতন-বোলপুর জুড়ে চরম নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বাড়ির ছাদে জামা কাপড় মেলা, ড্রোন ওড়ানো ইত্যাদি তে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, রাষ্ট্রপতির দরবারে দাবি পেশ করতে রাজ্য জুড়ে গণ ই-মেল কর্মসূচি নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।