হোলির জন্য বিশেষ ঘোষণা নবান্নের! শিথিল নাইট কার্ফু
ভুবন মোহনকর: ১১/০৩/২০২২: সামনেই রঙের উত্সব, আর সেই উত্সবে এবার করোনা বিধি নিষেধের ওপর বিশেষ ছাড়ের কথা ঘোষণা করল নবান্ন। ১৭ তারিখ রাতে বিধিনিষেধ শিথিল করছে রাজ্য সরকার। নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৭ মার্চ রাতে নৈশ কার্ফু শিথিল করা হয়েছে।
লোকসভার দলনেতা সুদীপ ব্যানার্জী চিঠি লিখে আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে ‘দোলের দিন আগের দিন রাতে ‘হোলি কা দহন’ পালিত হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। তাই দোলের আগের দিন নৈশ কার্ফু শিথিল করা হোক’। প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে বর্তমানে রাতে বলবৎ রয়েছে নৈশ কার্ফু। কিন্তু, দোলের আগের দিন ‘হোলি কা দহন’ বা ‘ন্যাড়াপোড়া’ হয় রাজ্য জুড়ে। সেই রীতি পালনে যাতে রাজ্যবাসীর কোনও অসুবিধা না হয় সেই কারণেই তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ ব্যানার্জী র দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, ১৮ মার্চ পশ্চিমবঙ্গে দোল উৎসব। ১৯ মার্চ দেশজুড়ে হবে হোলি উৎসব। পাশাপাশি, হোলির জন্য রাজ্যবাসী আগাম শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড বিধি মেনেই উত্সবে সামিল হওয়ার কথা বলা হয়েছে।