”মরে যাব,আমি মরে যাব, বেরোতে দিন”! আদালত থেকে বেরোনোর পথে আর্তনাদ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের
সব্যসাচী গুছাইতনি, নিজস্ব প্রতিনিধী,১৬/০৯/২০২২ :
পুলিশি ঘেরাটোপে একটি সরু করিডর দিয়ে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় তাঁকে ঘিরে লক্ষ করা যায় সংবাদমাধ্যম এবং আইনজীবীদের ভিড়। বাইরে বৃষ্টি পড়ার কারণে যেন আরও চেপে বসেছিল ভিড়টা।
তার মধ্যেই ভেসে এল পার্থ চট্টোপাধ্যায়ের আর্তনাদ, ‘‘মরে যাব, আমি মরে যাব।’’
এর পর ভিড় ঠেলে পুলিশ পার্থকে নিয়ে কোর্ট লকআপে নিয়ে চলে যায়। পার্থের সঙ্গে কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয় মধ্যশিক্ষা পর্যদের প্রাক্তন সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়কেও।
SSC নিয়োগ দুর্নীতি মামলায় জেরার জন্য এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে চায় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিশেষ আর্জিতে এদিন আদালতে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয় পার্থবাবুকে। সেই মতোই প্রাক্তন মন্ত্রীকে কোর্টে পেশ করে প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ।
এদিনের শুনানিতে ফের জামিনের আবেদন করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমি এমবিএ-ডক্টরেট, জামিন দিন। তিনি আরও বলেন, ”ইডি ২ মাস আটকে রেখেছে। আবার সিবিআই হেফাজতে চাইছে। আমি খুব অসুস্থ। রোজ ২৮টি ওষুধ খেতে হয়। আমাকে জামিন দিন।”
এখানেই শেষ নয়, তিনি বলেন, ”আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র। এমবিএ, ডক্টরেট। আমার পরিবারের সবাই উচ্চ শিক্ষিত। ভালো পরিবারের সদস্য। আমি দুর্নীতির সঙ্গে জড়িত নই। SSC একটি স্বশাসিত সংস্থা। মন্ত্রী হিসেবে সেখানে আমি কোনও হস্তক্ষেপ করতাম না।” তিনি বরাবরই দাবী করে এসেছেন নিয়োগ দুর্নীতিতে তিনি কোনওভাবে জড়িত নন।
প্রসঙ্গত, গত ২২ জুলাই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি তল্লাশি চালায় ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট না হওয়ায় গ্রেফতার করে ইডি। পরে পার্থ ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটিরও বেশি নগদ টাকা সহ একাধিক ব্যাঙ্কের নথি সহ বহুমূল্যের গয়না এবং সম্পত্তির নথি সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত হয়। ইডির দাবি, টাকার বদলে চাকরি বিক্রি করেই এই বিপুল সম্পদ বেআইনী ভাবে জমা করেছিল।