সুখবর! এবার বাংলা আরও এক বন্দে ভারত পেতে চলছে, চলবে সাউথ ইস্ট্রান হয়ে
ভুবন মোহনকর, ৩১/০১/২০২৩, পশ্চিম মেদিনীপুর: আবারও একটি বন্দে ভারত এক্সপ্রেস পাবে বাংলা! চলতে পারে খড়গপুর হয়ে। জানা গিয়েছে হাওড়া থেকে পুরী পর্যন্ত আরো একটি বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। আগামী মাসেই ট্রেনের উদ্বোধন হবে বলে জানা গিয়েছে।
রেল সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারি মাসেই বন্দে ভারতের এই নতুন ট্রেনটির ঘোষণা করা হতে পারে। রেল সূত্রের খবর, হাওড়া থেকে মাত্র ৫/৬ ঘন্টাতেই পৌঁছে যাওয়া যাবে পুরীতে। প্রসঙ্গত, প্রতি বছরই পশ্চিমবঙ্গ থেকে পুরীতে যে বিপুল সংখ্যক পর্যটক পুরী, ভুবনেশ্বর সহ ওড়িশার বিভিন্ন পর্যটন কেন্দ্রে যান, তার কথা মাথায় রেখেই বন্দে ভারতের একটি ট্রেন এই রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাওড়া থেকে মাত্র ৫/৬ ঘন্টাতেই পৌঁছে যাওয়া যাবে পুরীতে। রেলের সমস্ত পরিকল্পনা মাফিক হলে আগামী মাসেই খড়গপুর এর ওপর দিয়ে ছুটবে বন্দে ভারত।