কোজাগরী লক্ষ্মী পূজোয় কি করবেন আর কি করবেন না জেনে নিন! নইলে বিপদে পড়বেন
আজ রাতেই কোজাগরী লক্ষ্মীর পুজো। যদিও আজ রাত ৩:৩৬ মি: থেকে কাল রাত ২:২৯ মি: অব্দি এই সময় কাল থাকছে। পুজো করার সঙ্গে পালন করুন কয়টি জিনিস। জেনে নিন লক্ষ্মী পুজোর দিন কী করবেন, কী করবেন, কোন কোন উপায় ঘটবে আর্থিক বৃদ্ধি।
কি কি করবেন?
▪️লক্ষ্মী পুজোর দিন বাড়ির সকল কোণায় প্রদীপ জ্বালান। এতে মা লক্ষ্মীর আগমণ ঘটবে। বিশেষ করে প্রবেশ দ্বারে।
▪️বাড়ি রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন। মা লক্ষ্মীকে পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে স্থাপন করুন। এতে দেবী প্রসন্ন হবেন।
▪️মা লক্ষ্মীকে প্রসন্ন করতে দেবীকে পরিষ্কার স্থানে বসান। লক্ষ্মী পুজোর আগে ঠকুর ঘর তো বটেই সঙ্গে পুরো বাড়ি পরিষ্কার করুন।
▪️আল্পনা দিন লক্ষ্মীর পুজোর দিন। গৃহের প্রবেশ দ্বার থেকে ঠাকুর ঘর পর্যন্ত আলপনা দিন। এতে গৃহে দেবীর আগমণ ঘটবে।
কি করবেন না?
▪️লক্ষ্মী পুজোয় দেবীকে কখনও সাদা ফুল দেবেন না। হলুদ, গোলাপী, লাল ফুল দিন। সাদা ফুল দিলে দেবী রাগান্নিত হন। এতে সংসারে অমঙ্গল হয়।
▪️ চৌকির ওপর কাপড় পেতে সকলে দেবীর প্রতিমা স্থাপন করেন। কিন্তু, ভুলেও সাদা বা কালো কাপড় পাতবে না। সব সময় লাল, গোলাপী কাপড় পাতুন। তা না হলে দেবী ক্রুদ্ধ হন।
▪️লক্ষ্মী পুজর দিন ভুলেও কাঁসর ঘন্টা বাজেন না। কথিত আছে দেবী শব্দ পছন্দ করেন না। শব্দ বাজি পোড়াবেন না।
▪️ ভুলেও লক্ষ্মীর প্রসাদে না বলবেন না। অল্প হলেও মুখে দিন। তা না হলে দেবী অসন্তুষ্ট হন। দেবী লক্ষ্মী হল ধনের দেবী। তাঁর আশীর্বাদে আর্থিক বৃদ্ধি ঘটে।।