জীবনে-পরিবারে নেতিবাচক শক্তি নষ্ট করতে ব্যবহার করুন কর্পূর
বাস্তুশাস্ত্রে কর্পূরের কিছু এমন উপায় সম্পর্কে বলা হয়েছে, যা প্রয়োগ করে আমরা জীবনের নানা সমস্যা থেকে মুক্তি পেতে পারি। চলুন জেনে নেওয়া যাক কিভাবে কখন কোথায় আমরা কর্পূর ব্যবহার করবো?
▪️ যদি বাড়িতে হঠাত্ করে ঝগড়া-ঝামেলা হতে থাকে, তাহলে কর্পূরের একটা টুকরো ঘিয়ে ভিজিয়ে ঘরের এক কোণে জ্বালিয়ে দিন। এর ফলে ঝামেলা ধীরে ধীরে কমতে থাকবে।
▪️প্রতি রাতে ঘুমানোর আগে একটি ছোটো রূপার পাত্রে কর্পূর জ্বালিয়ে রান্নাঘরে ঘুরিয়ে নিন। বিশ্বাস করা হয় যে, এটি করলে খাবার ও টাকার ভাণ্ডার খালি হয় না। (তবে সবার রাতের খাবার খাওয়া র পরেই এটি করবেন)।
▪️স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া, ঝামেলা চলতে থাকলে তার প্রভাব গোটা পরিবারের উপর পড়ে। রাতে ঘুমানোর আগে শোওয়ার ঘরে কর্পূর জ্বালিয়ে সারা ঘর সেই আগুনটা ঘুরিয়ে নিন। এতে নেতিবাচক শক্তি দূর হয়।
▪️এছাড়াও রোজ সন্ধ্যা দেওয়ার সময় ধুনোয় একটুকরো কর্পূর দিতে পারেন! এতে যেমন সুগন্ধ পাবেন, তেমনি নেতিবাচক শক্তি ও রোগ জীবাণু নাশ করা যায়।