♦️ব্রেকিং নিউজঃ♦️ এবার ভারতীয় নোটে গান্ধীজির সঙ্গে রবীন্দ্র নাথ ও আব্দুল কালামের ছবি বসানোর প্রয়াস রিজার্ভ ব্যাঙ্কের
ভুবন মোহনকর: ০৫/০৬/২০২২: বদলে যেতে চলেছে ভারতীয় নোটের চেহারা! এবার আর শুধু মহাত্মা গান্ধী নন, টাকায় দেখা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এপিজে আব্দুল কালামের ছবিও! ভাবনা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে এই খবর জানা গিয়েছে।
কেন এই দু’জনকেই প্রাথমিকভাবে বাছা হয়েছে তা জানা যায়নি (Indian Currency)। তবে স্বাধীনতা আন্দোলনের বীরযোদ্ধা এবং স্বাধীনতার আগে ও পরবর্তী ভারতে দেশের জন্য বিশেষ অবদান রাখা ব্যক্তিদের জলছবি টাকা বা কাগজের মুদ্রায় ঘুরিয়ে ফিরিয়ে ছাপানোর ভাবনাচিন্তা চলছে।
স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপনের অঙ্গ হিসাবেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ১৯৬৯ সালে রিজার্ভ ব্যাঙ্ক ১০০ টাকার কাগজের নোটে প্রথম গান্ধীর ছবি ব্যবহার করে। সেই থেকে এখনও পর্যন্ত আর কোনও মনীষীর ছবি টাকায় ছাপা হয়নি।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বহু দেশেই একাধিক মনীষী, রাষ্ট্রপ্রধানের জলছবি ব্যবহারের চল আছে। সেই ভাবনা থেকেই এ দেশে নোটে গান্ধীর পাশাপাশি অন্য মনীষীদের ছবি ছাপার উদ্যোগ।