ভুবন মোহনকর: পশ্চিম মেদিনীপুর: ১০/১১/২০২৩: দীপাবলিতে মা লক্ষ্মীকে আগমন জানাতে ঘরদোর পরিষ্কার-পরিচ্ছন্ন করা খুবই জরুরি। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেশজুড়ে উদযাপিত হয় আলোর উত্সব দীপাবলি। এ দিন লক্ষ্মী-গণেশ, কুবেরের পুজো করারা রীতি প্রচলিত। শাস্ত্র মতে, পরিষ্কার-পরিচ্ছন্ন স্থানেই বিরাজ করেন দেবী লক্ষ্মী। যে বাড়ি অপরিষ্কার থাকে সেখানে মা লক্ষ্মী বাস করেন না। আসুন জেনে নেওয়া যাক, কী ভাবে বাস্তু অনুসারে দীপাবলিতে ঘর পরিষ্কার করবেন। আজ আমরা আপনাদের এই তিনটি পরিবর্তনের কথা জানাবো।
দীপাবলিতে পুরো বাড়ি ও বাড়ির প্রধান দরজা অবশ্যই ভালো করে পরিষ্কার করুন। যদি দরজার কোনও সমস্যা হয়ে থাকে বা দরজা খোলা-বন্ধের সময় শব্দ হয়, তাহলে তা সারিয়ে নিন। বাস্তুশাস্ত্রে দরজা থেকে শব্দ আসা অশুভ বলে ধরে যায়। বাড়ির উত্তর-পূর্ব দিকে ভগবানের বাস বলে মনে করা হয়। তাই দীপাবলির আগে এই দিকটি অবশ্যই সঠিকভাবে পরিষ্কার করা উচিত। ভুল করেও এই বিশেষ স্থানে ময়লা ফেলবেন না।
ঘরে ব্যবহারের অনুপযোগী কোনও জিনিস থাকলে সেগুলো বাড়ির বাইরে বার করে দিন। ভাঙা আয়না, ছেঁড়া জামাকাপড়, পুরানো ছেঁড়া জুতো বা চপ্পল দীপাবলির আগেই সরিয়ে ফেলতে হবে।
দীপাবলির আগে বাড়ির আলো বদলানো শুভ বলে মানা হয়। ঘরের কোনও লাইট যদি ঠিকমতো না জ্বলে, তাহলে অবশ্যই সেগুলো পরিবর্তন করে ফেলুন। আলোর উত্সবে ঘরের চারিদিকে আলো থাকা খুবই জরুরি। এতে ইতিবাচক শক্তি বজায় থাকে।
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ০৭/১১/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ২১/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ১৫/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
নবমী তিথির শেষ আর দশমী তিথির শুরুতে কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল:…
আজকের রাশিফল দেখে নিন, ০৯/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ…
আজকের সকালে, কি আছে কপালে? দেখুন আজকের রাশিফল: ০৬/০৯/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…