ধনতেরাসে বিশেষ তাৎপর্য ও কোন জিনিস কিনলে শুভ দেখে নিন
নিজস্ব সংবাদদাতা : হিন্দুধর্মে ধনতেরাসের বিশেষ তাত্পর্য রয়েছে। মনে করা হয়, এই সময়ে নতুন কোনও জিনিস কিনলে তা শুভ হয়।ধনতেরাস নামটি দুটি শব্দ থেকে এসেছে – ধন এবং তেরাস। ধন মানে সম্পদ, আর তেরাস হল কৃষ্ণপক্ষের ত্রয়োদশ দিন। উৎসবটি ঐতিহ্যগতভাবে হিন্দু মাসে অশ্বিনীতে পালিত হয়। ধনতেরাসে, লোকেরা সুস্বাস্থ্য , প্রচুর সম্পদ এবং জীবনে সমৃদ্ধির জন্য প্রার্থনা করে।
সমুদ্র মন্থন থেকে ভগবান ধন্বন্তরির জন্ম হয়েছিল। তাই এটি ধন্বন্তরী জয়ন্তী নামেও পরিচিত। দীপাবলি শুরু হয় ধনতেরাস থেকেই। ধনতেরাসের দিন, ভগবান গণেশ, সম্পদের দেবতা কুবের, ওষুধের দেবতা ধন্বন্তরি এবং সুখ, সমৃদ্ধি ও বৈভবের দেবী মহালক্ষ্মীর আচার-অনুষ্ঠান অনুসারে একসঙ্গে পূজা করা হয়। এই দিনে সোনা, রূপা ও বাসনপত্র কেনার রীতি রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে যা কিছু কেনা হয় তা ১৩ গুণ বৃদ্ধি পায়।
প্রতিবছর ধনতেরাসের দিন সকলেই কিছু না কিছু কেনেন। মনে করা হয়, ধনতেরাস বা ধনত্রয়োদশীর দিন যা কেনা হয়, সেই সম্পত্তি ১৩ গুণ বেড়ে যায়। ২০২২ সালে ২২ তারিখে কেনা কাটাকেই শুভ বলে মনে করছেন বহু জ্যোতিষবিদ। তবে ২৩ তারিখও ধনতেরাস পালন করবেন অনেকে। তবে ধনতেরাসের দিন সোনা, রুপো কোন মুহূর্তে কিনলে তা বৃদ্ধি পায়, সেটি নির্ভর করে চৌঘড়িয়া তিথির ওপর।
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিকে ধনত্রয়োদশী বা ধনতেরস বলা হয়। কালীপুজোর দু-দিন আগে ধরতেরস উদযাপন করা হয়। এই বছর ২২ ও ২৩ অক্টোবর দু-দিন ধরে ধনতেরসের কেনাকাটা করা যাবে। তবে ধনতেরসের পুজো করা যাবে কেবলমাত্র ২২ অক্টোবর সন্ধেবেলা। জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে রবিবার দিনটা গাড়ি ও লোহার জিনিস কেনার জন্য রাখা যেতে পারে। কারণ শনিবার লোহার কোনও দ্রব্য কেনা একেবারেই উচিত নয়।