অফবিটখবরজেলার খবর

Durga Puja : পিংলার জলচকে এবার নজরকাড়া থিমপূজো, আনতে চলেছে শেরার শিরোপা

পিংলার জলচকে এবার নজরকাড়া থিমপূজো, আনতে চলেছে শেরার শিরোপা

 

 

সব্যসাচী গুছাইত

নিজস্ব প্রতিনিধী

২৭/০৯/২০২২

 

ব্যাস্ততম শহর কোলকাতার সাবেকী থিম পূজোকে টেক্কা দিয়ে নজর কাড়তে চলেছে, কোলকাতা থেকে অনেক দূরে প্রত্যন্ত গ্রাম পিংলার জলচকের দূর্গোৎসব। প্যান্ডেল ও প্রতিমা সাজসজ্জ্বায় কোনো অংশে কম নয়। জলচকের এই দূর্গাপূজোর এ বছরের থিম টাইটানিক জাহাজ। জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তনের স্কুলের সম্মুখে প্রায় ৮ একর এলাকা জুড়ে বিদ্যায়তনের পুকুরের উপর টাইটানিক জাহাজের আদলে তৈরী হচ্ছে প্যান্ডেল।

পূজো হাতে গোনা আর কয়েকদিন। তার আগেই প্যান্ডেল ও প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যে এই প্যান্ডেল দেখার জন্য ভীড়ের শেষ নাই। বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা ছুটে আসছেন। সম্পূর্ন জলাশয়ের উপর প্যান্ডেলটি নির্নীয়মান।

জলাশয়ের উপর পাটাতন দিয়ে পৃথক পৃথক প্রবেশ ও প্রস্থান পথ তৈরী করেছেন উদ্যোক্তারা। প্রশাসন থেকে পূর্ব প্রস্তুতি নিয়েছেন ভীড় সামাল দেওয়ার জন্য। উদ্যোক্তাদের দাবী এবছরের ভীড় আগের সমস্ত ভীড়কে ছাপিয়ে যাবে। ইতিমধ্য প্রশাসনের পক্ষ থেকে সিভিক পুলিশ দিয়ে নজরদারী করে রেখেছেন প্যান্ডেলটি।

পূজো কমিটির উপদেষ্টা কমিটির সদস্য তথা পিংলা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য চন্ডীচরন সামন্ত জানান- জাহাজের উপরে ডেকে উঠে সরোবরের সৌন্দর্য্য উপভোগ করা যাবে। ১৩০ ফুটেরও বেশী এই টাইটানিকের আদলে প্যান্ডেল শেরার শিরোপা ছিনিয়ে আনবে বলেই আমাদের ধারনা।

বলাবাহুল্য গত বছর এই পূজো কমিটি সেরার শিরোপা অর্জন করেছিলো। উদ্যেক্তরা রাতদিন পরিশ্রম করছেন মানুষকে পূজোর কটাদিন একটু বিনোদন দেওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.