মেট্রোর পর এবার গাড়ী ছুটবে গঙ্গার নীচ দিয়ে! শুরু প্রস্তুতি
ভুবন মোহনকর: ১৬/০৩/২০২২: গঙ্গার নীচে কলকাতায় সুড়ঙ্গ? কোথায় হবে? সংযোগকারী রাস্তা কোথায় হবে? গঙ্গার নীচ দিয়ে মেট্রোর শুরু শুধু মাত্রা সময়ের অপেক্ষা। আর তার মধ্যেই নতুন সুখবর শোনালো রাজ্য সরকার তথা বন্দর দপ্তর।
শীঘ্রই ইস্ট-ওয়েস্ট মেট্রোর গঙ্গার নীচের সুড়ঙ্গের মতো ফের একটি টানেল হতে চলেছে কলকাতায়। কলকাতা বন্দর সূত্রে খবর, এবার গাড়ি বা বলা ভাল কন্টেনার যাতায়াত করার জন্যে সুড়ঙ্গ তৈরি হতে চলেছে।এই সুড়ঙ্গ তৈরি হয়ে গেলে আর্থিক ভাবে কলকাতা বন্দর কতটা উপকৃত হবে বা যানজট কতটা কমবে তা নিয়ে একটা সমীক্ষা হবে।
বন্দর চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন, ”বন্দর এলাকায় একাধিক জায়গা থেকে কন্টেনার আসে। রাস্তা দিয়ে কন্টেনার যাতায়াত করার জন্য ব্যাপক যানজট তৈরি হয়। যানজট ঠেকাতে একাধিক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।
তবে কলকাতা ও হাওড়া শহর এবং পাশ্ববর্তী এলাকা যানজটমুক্ত করতে এই টানেল কার্যকরী হবে। তবে টানেল কোথায় হবে ও কোন দুটি অংশকে যুক্ত করবে তা সমীক্ষা ও DPR-এ উঠে আসবে।” যানজট কাটাতে কলকাতা তেও তাই আগামী দিনে ভরসা হতে চলেছে সুড়ঙ্গ।