কলকাতাখবররাজনীতিরাজ্য

Manik Bhattacharya: খাদ্য দফতরের অস্থায়ী কর্মী মানিকপুত্র সৌরভ, বেতন পান লক্ষাধিক টাকা

খাদ্য দফতরের অস্থায়ী কর্মী মানিকপুত্র সৌরভ, বেতন পান লক্ষাধিক টাকা

 

নিজস্ব সংবাদদাতা: খাদ্য দফতরের ভূমিকায় ফের প্রশ্ন চিহ্ন। দিন ১৫ আগেই মির্জা গালিব স্ট্রিটের খাদ্য দফতরের প্রধান কার্যালয়ে হানা দিয়েছিলেন ইডি-র কর্তারা। সেখানে মানিক পুত্র সৌরভের সম্পর্কে খোঁজ নিতে গিয়েছিলেন তাঁরা। জানতে চান সৌরভ কত বেতন পান৷ কী ভাবেই বা সরকারি চাকরিতে নিয়োগ পেয়েছিলেন তিনি৷ সেই নিয়ে খাদ্য দফতর কর্তাদের সঙ্গে এক প্রস্থ আলোচনাও হয় তাঁদের।

 

মানিক-পুত্র সৌরভ ভট্টাচার্য খাদ্য দফতরের আইটি বিভাগের অন্তর্গত রিফর্ম সেলে অস্থায়ী ডেটা অপারেটর ডিপার্টমেন্টের টিম লিডার পদে নিযুক্ত রয়েছেন। এক্ষেত্রে এই পদে মানিক পুত্র কিভাবে নিয়োগ পত্র পেলেন কিংবা কতই বা তাঁর বেতন, এ সকল তথ্য জানতে মির্জা গালিব স্ট্রিটের খাদ্য দফতরে পৌঁছে যায় তদন্তকারী অফিসাররা। যার পরেই এই মামলায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

 

এই ডাটা অপারেটররা মূলত ওয়েবেল বা ইনফোসিস নামক সংস্থার মাধ্যমে ঠিকাকর্মী হিসাবে নিয়োগ হয়। কিন্তু সেই টিমের লিডার সৌরভ ভট্টাচার্য বছর খানেক আগে খাদ্য দফতর অস্থায়ী কর্মী হিসাবে কাজে যোগ দেয়। তার নিয়োগ খাদ্য দফতরের সরাসরি হয়েছিল। জানা গিয়েছে, সমস্ত ডাটা অপারেটররা যেখানে ১০-১৩ হাজার টাকা বেতন পান, কিন্তু সৌরভ মাসে ১,১০,০০০ (এক লক্ষ দশ হাজার) টাকা বেতন পেতেন বলে সূত্রের খবর।

 

শুক্রবার আদালতে এই দাবি করে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। মানিক ভট্টাচার্যের ছেলে সৌরভ ভট্টাচার্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগেই বিপুল অঙ্কের টাকার খোঁজ পেয়েছিল ইডি। একাধিক ডিএলএড কলেজের সঙ্গে তাঁর যোগসুত্র নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.