আবার কোটি টাকা উদ্ধার উল্টোডাঙায়, ED-র হেফাজতে আমির খানের সহযোগী
নিজস্ব সংবাদদাতা : কলকাতা শহরে ফের উদ্ধার কোটি টাকা। উল্টোডাঙার এক বহুতলের তৃতীয় তলায় হানা দিয়েছিল ইডি। তল্লাশি চালিয়ে অন্তত দেড় কোটি টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। বুধবার সকাল থেকে উল্টোডাঙার ওই বহুতলের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন ইডি কর্তারা। গতকাল উল্টোডাঙায় এক আভাসনে তল্লাশি চালিয়ে অন্তত দেড় কোটি টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।
জানা গিয়েছে, ওই ফ্ল্যাটটি উমেশ আগরওয়াল নামে এক ব্যক্তির। এই উমেছের ছেলে রমেশ আগরওয়ালের সঙ্গে অনলাইন গেমিং অ্যাপ কাণ্ডে ধৃত আমির খানের যোগসাজশ রয়েছে বলেই অভিযোগ। সেই অভিযোগের সূত্রেই এদিন সকাল থেকে অভিযান চালাচ্ছেন ইডি-র তদন্তকারী আধিকারিকরা।
প্রাথমিকভাবে সূত্রের খবর, ওই ফ্ল্যাটের ভিতরে একটি আলমারি ভেঙে ডের কোটি টাকা সহ একটি ল্যাপটপ ও বেশ কিছু নথির সন্ধান পাওয়া গিয়েছে। ঘটনায় উমেশের ছেলের রমেশ আগরওয়ালকে আটক করেছে ইডি। তাকে গতকাল দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরপরই ইডি কর্তারা তাকে হেফাজতে নেয়। এদিকে ইডি সূত্রে জানা গিয়েছে, বহু গুরুত্বপূর্ণ নথি গতকাল বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এর থেকে তদন্তে গতি আসবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য আমির খানের অনলাইন গেমিং অ্যাপ প্রতারণা কাণ্ডে ইতিমধ্য়েই প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের সন্ধানও পাওয়া গিয়েছে। গতকাল সেই সূত্র ধরেই উল্টোডাঙা সহ কলকাতার একাধিক জায়গায় ইডির অভিযান চালিয়েছে বলে জানা গিয়েছে।