দুর্নীতির অভিযোগে অভিযুক্ত খড়গপুর ২নং ব্লকের বিডিও! সঙ্গে ভোট পুনঃগননা আবেদন খারিজ, হল মামলা
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর: ৩১/০৭/২০২৩: খড়গপুর ২নং ব্লকের বিডিও র বিরুদ্ধে এবার আর্থিক দুর্নীতির অভিযোগ পাওয়া গেলো। বিভিন্ন সরকারি প্রকল্প সহ অনুষ্ঠান ও মেলার টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে খড়গপুর গ্রামীণের বিডিও শ্রী সন্দীপ মিশ্র সহ তাঁর অফিসের ড্রাইভার (দুর্গা বিজয় সিট), ক্যশিয়ার (অচিন্ত কুন্ডু), ডাটা এন্ট্রি অপারেটর-মিড ডে মিল (অভিক কর), অপর এক ডাটা এন্ট্রি অপারেটর- রূপশ্রী প্রকল্প (মঙ্গল টুডু), হেড ক্লার্ক (হীরক বেরা) সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে।
এই প্রসঙ্গে বিদায়ী পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিনয়কৃষ্ণ রাজ জানান, একাধিক ফান্ডের টাকা নয়ছয় করেছেন এবং আত্মসাৎ করেছেন, এটা নিয়ে একাধিক বার আলোচনায় বসার আয়োজন করা হলেও উনি অনুপস্থিত থেকেছেন। বিষয় সমাধানের জন্য সাব জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য তিনি আরো জানান যে, “সাম্প্রতিক পঞ্চায়েত ভোটে ফলাফলে গরমিল দেখা দিলে বিনয়কৃষ্ণ বাবু এবং ওনার কাউন্টিং এজেন্ট পুনঃগণনার আবেদন করলে ওই অভিযুক্ত বি ডি ও শ্রী সন্দীপ মিশ্র জানান ই মেইল এ আবেদন করতে, সেই মত আবেদন করলেও সেটা খারিজ করে দেন। তখন আমরা বিষয়টি ইলেকশন কমিশন এ অভিযোগ দায়ের করি এবং বিষয়টি মুখ্যমন্ত্রীর দপ্তরেও জানাই।
এমনকি কলকাতা হাইকোর্টে ব্যক্তিগত মামলা দায়ের করেছি।” তিনি আরো ক্ষোভ প্রকাশ করে জানান, তিনি মাত্র ৫ ভোটে হেরে যাওয়ায় পুন:গননার আর্জি জানিয়েছিলেন, কিন্তু বি ডি ও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আনার কারণে তিনি ইচ্ছে করেই তার পুন:গননার আবেদন খারিজ করে দিয়েছেন।
যদিও, এ বিষয়ে ব্লক নেতৃত্ব বা ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুরো ব্যাপারটি এখন কোর্টে বিচারাধীন।