বিমান দুর্ঘনাকবলিত মমতা, বারানসী থেকে ফেরার পথে বিমান বিভ্রাট!
ভুবন মোহনকর: ০৫/০৩/২০২২: মাঝ আকাশে হঠাৎ দুর্বিপাকে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। শুক্রবার বারাণসী থেকে ফেরার সময় কলকাতায় নামার অল্প আগে এই ঘটনা। আকস্মিক এই দুর্যোগে এক লহমায় মুখ্যমন্ত্রীর ছোট বেসরকারি ভাড়া নেওয়া বিমানটি ৭-২ ফুটে নেমে আসে। সেই সঙ্গে টালমাটালও করতে থাকে। ঘটনায় মমতার কোমরে জোর ব্যথা লাগে। আগে থেকেই তাঁর কোমরে ব্যথা ছিল। ফলে কষ্ট বাড়ে।
বিমানবন্দর সূত্রে খবর, বেলা ৩:১০ মিনিট নাগাদ বিমানটি কলকাতা থেকে প্রায় ৫০ কিমি উত্তরপূর্বে ছিল এবং অবতরণের চেষ্টা করছিল ৷ সেই সময় প্রবল ঝাঁকুনি শুরু হয় । যাকে এয়ার টার্বুলেন্স বলে ৷ বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন ৷ তাঁকে ৭ হাজার ফুট থেকে ২ হাজার ফুট নিচে আসার পরামর্শ দেয় এটিসি ৷
সেই নির্দেশ মানতে গিয়ে বিমানচালক বিমানটিকে আচমকা নিচে নামিয়ে আনেন ৷ এর আগেও বাগডোগরাথেকে কলকাতা আসার সময় কলকাতা বিমানবন্দরে নামার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানকে দীর্ঘক্ষণ আকাশে অপেক্ষা করতে হয় ৷ সে সময় রানওয়ে ফাঁকা ছিল না । কাজেই বারবার এই ধরনের ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে । এর সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা জড়িয়ে রয়েছে, তাই বিষয়টিকে কোনও ভাবেই হালকা করে নিচ্ছে না নবান্ন।