স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়, জল্পনা তুঙ্গে
নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাসেই হরিয়ানার সূর্যকুণ্ডে সব কটি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়। থাকলে এবার একই মঞ্চে দেখা যাবে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে।
ইতিমধ্যেই নবান্নে আমন্ত্রণ পৌঁছে গিয়েছে। নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে, অন্যান্য রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রীদের চিঠি লেখার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা নিজে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও৷ বৈঠকে পৌরহিত্য করবেন খোদ শাহ। বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমন্ত্রিত মমতাও। স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিদের সঙ্গে বৈঠক করবেন শাহ।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায় হরিয়ানায় যাবেন নাকি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতায় বসেই ওই বৈঠকে যোগ দেবেন তা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছুই জানা যায়নি। বাংলার বেশ কিছু বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে। সীমান্তরক্ষী বাহিনীর কাজ আলোচিত হবে এই সভায়। বিএসএফের নাম জড়িয়েছে গরু পাচার মামলায়। এরকম পরিস্থিতিতে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
নিয়োগ দুুর্নীতি থেকে গরু ও কয়লা পাচার মামলায় সাম্প্রতিক কালে বাংলায় যে ভাবে তৎপরতা বাড়িয়েছে সিবিআই এবং ইডি, তার জন্য কেন্দ্র-রাজ্য সঙ্ঘাত আরও চরমে উঠেছে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যিই অমিত শাহের বৈঠকে যোগ দেবে, এই নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।