বিজেপির ডাকে আজ বাংলায় চলছে ১২ ঘন্টার বনধ!
বিশেষ সংবাদাতা: ২৮/০২/২০২২ গত কাল এ রাজ্যে ১০৮ পুরসভায় ভোট হয়ে গিয়েছে,আর সেই ভোট ছাপ্পা, ভোটলুঠ ও অশান্তির অভিযোগে আজ এ রাজ্যে ১২ ঘণ্টার বনধ ডাকে বিজেপি। সকাল থেকেই সেই কর্মসূচি সফল করতে অতিসক্রিয়তা দেখা গেল বিজেপি নেতা, কর্মীদের মধ্যে। শুধু বিজেপিই নয়, পুরভোটে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে কংগ্রেস এবং সিপিএমও। তবে, তৃণমূল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা বনধের বিরোধিতা করেছে।
এদিকে, রাজ্য প্রশাসন যতই বলুক না কেন ভোট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে, বিরোধী শিবির তা মানতে নারাজ। বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর এসেছে। কামারহাটি, ধুলিয়ান, ভাটপাড়া, জয়নগর, সোনামুখী, বহরমপুরের মতো জায়গায় অশান্তি হয়েছে। এক হাজারের বেশি অভিযোগ এসেছে। পাশাপাশি অশান্তিতে জড়িত থাকার অভিযোগে অনেককেই আটক করেছে রাজ্য পুলিশ।
আজ বনধ সফল করতে রাজ্যের সবত্র বিজেপি কর্মীরা পথে নামবেন। শুধু বিজেপিই নয়, পুরভোটে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে কংগ্রেস এবং সিপিএমও। তবে, তৃণমূল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা বনধের বিরোধিতা করেছে।
বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ভোটের নামে প্রহসন হয়েছে। কোথাও ভুয়ো ভোটার, কোথাও ছাপ্পা ভোটের অভিযোগ উঠল। এমনকি বাদ গেল না এভিএম ভাঙচুর। গুলিও চলেছে বলে অভিযোগ। গতকালই ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বনধের ঘোষণা করে রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে, নবান্নের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, বনধ সরকারের নীতি বিরুদ্ধ। তাই কোনও বনধ করা যাবে না। আরও জানানো হয় যে, সোমবার রাজ্যের সমস্ত কিছু খোলা থাকবে। প্রসঙ্গত, আমাদের কাছে খবর আসছে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে সেভাবে না প্রভাব পড়লেও উত্তরবঙ্গের জেলা গুলিতে বন্ধের প্রভাব পড়েছে ভালই। হুগলী স্টেশনে রেল অবরোধ করে বিজেপি র পক্ষ থেকে। দ্বিতীয় হুগলী সেতুর ওপর প্রচুর পুলিশ মোতায়েন করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা রয়েছে, ব্যারাকপুর শিল্পাঞ্চলে সবকিছু খোলা থাকলেও যানচলাচল বা লোকজনের সংখ্যা কম। সাতসকালেই বালুরঘাট শহরে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে পরিস্থিতি সামান্য উত্তপ্ত হয়ে ওঠে। এছাড়া হুগলি, বর্ধমান স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সকাল থেকে অবশ্য বিজেপির বন্ধ ব্যর্থ করে সমস্ত পরিষেবা সচল রাখতে পালটা তৎপর প্রশাসনও। সরকারি বাস চলছে বেশি সংখ্যায়। হাওড়া, শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলও স্বাভাবিক। অন্যদিকে, দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ডে বিজেপির কর্মী রাস্তা অবরোধ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয়। কয়েকজনকে আটকও করে পুলিশ। এর জেরে কিছুক্ষণের জন্য বাস চলাচল থেমে যায়। এখন আবার চলছে। এখনও পর্যন্ত বনধের তেমন কোনও বড় প্রভাব না পড়লেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কী দাঁড়ায় পরিস্থিতি সেটাই দেখার।