খবরদেশরাজনীতিরাজ্য

৪ রাজ্যেই ব্যাপক গেরুয়া ঝড়! পাঞ্জাবের মসনদে বসলো আপ

৪ রাজ্যেই ব্যাপক গেরুয়া ঝড়! পাঞ্জাবের মসনদে বসলো আপ

নিজস্ব সংবাদদাতা: ১০/০৩/২০২২: আজ উত্তরপ্রদেশ ও পাঞ্জাব-সহ চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয় ৷ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়াতে সরকার গড়তে চলেছে বিজেপি। শুধু আম আদমি পার্টি পাঞ্জাবে প্রথম সরকার গঠন করতে চলেছে । উত্তরপ্রদেশের মসনদে ফের বিজেপিই। দ্বিতীয়বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ছে পদ্মশিবির। প্রধান বিরোধী হিসাবে উত্থান সপা-র। নিশ্চিহ্ন কংগ্রেস।

পাঞ্জাবে বাজিমাত কেজরিওয়ালের। কংগ্রেসের গড়ে ভাঙন ধরাল আম আদমি পার্টি। দুটি আসনেই পরাজিত বিদায়ী মুখ্যমন্ত্রী চান্নি। উত্তরাখণ্ড, মণিপুর, গোয়াতেও ফুটল পদ্ম। শুধু তাই নয়, এই ঝরে কংগ্রেস প্রায় সাফ হয়ে গেলো। উল্লেখ্য, পাঁচটি রাজ্যের মধ্যে চারটিতেই বিজেপি-র জয় (যদিও গোয়া এখনও ত্রিশঙ্কু) সম্পর্কে বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপি-র সদর দফতরে মোদী বলেন, ‘‘দেশের চার দিক থেকে বিজেপি সমর্থন পেয়েছে। বিজেপি-র প্রতি মানুষের অপার বিশ্বাসের জয় হয়েছে।’’ সেই সঙ্গে তিনি দাবি করেন, ‘‘গরিবের জন্য কেন্দ্রে কিংবা ক্ষমতায় থাকা রাজ্যে কাজ করছে বিজেপি।

এত দিন প্রকল্প ঘোষণা হলেও সেই কাজ বাস্তবায়িত হত না। আমি চাই একশো শতাংশ গরিব মানুষ সব সরকারি প্রকল্পের সুবিধা পান।’’ এই ৪ রাজ্যের ফলাফলে এ রাজ্যেও নেতা নেত্রীদের মধ্যে খুশির জোয়ার। রাজ্য বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার বড়সড় একটি কেক নিয়ে আসেন বিধানসভায়। উত্তরপ্রদেশে ক্ষমতা দখল নিশ্চিত হয়ে যেতেই সেই কেক বিলি করতে শুরু করেন। অন্য দিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলে মিষ্টি বিলি।

বিধানসভার সামনের রাস্তায় নেমে লাড্ডু বিলি করেন বিধায়করা। চলন্ত বাস দাঁড় করিয়ে যাত্রীদের হাতে লাড্ডু দেন শুভেন্দুরা। পাশাপাশি উত্তরপ্রদেশে ভরাডুবির পর সপা-র প্রতি সিপিআইএম নেতা সুজন বাবুর বার্তা, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেলে কী হয়, তা অখিলেশ ভালই বুঝতে পারছেন”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.