নিশ্চিদ্র নিরাপত্তায় আজ রাজ্যে ১০৮ পুরসভায়!
ভুবন মোহন কর : ২৭/০২/২০২২ আজ রাজ্যের মোট ২০ টি জেলার ১০৮ পুরসভার ভোট ৷ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফে সন্ত্রাসের অভিযোগ তোলা হয়েছে আগেই ৷ দাবি করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর ৷ সেই দাবিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলেও তার শেষ রক্ষা হয়নি ৷
তবে নিশ্চিদ্র নিরাপত্তায় ভোট করাতে বদ্ধপরিপর নির্বাচন কমিশন ৷ ভোটের ময়দানে নামছে ৪৪ হাজার পুলিশকর্মী। কমিশনের সূত্র মোতাবেক, রাজ্যের ২০টি জেলায় পুরভোটের নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১৭ডিআইজি পদমর্যাদার পুলিশ আধিকারিকেরা। বিশেষ পর্যবেক্ষকদের পক্ষ থেকে বার্তা দিয়ে জানানো হয়েছে, যদি ভোটে কোনও রকমের বেনিয়ম হয় তাহলে বরদাস্ত করা হবে না।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্য পুলিশ দিয়েই হবে এবারের ভোট, রাজ্য পুলিশের উপরে আস্থা রাখছে রাজ্য পুলিশ।তবে সব চাইতে বিশেষভাবে নজরদারি রাখা হবে দুই ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরকে।