নিজস্ব সংবাদদাতা:১৬/০৩/২০২২: মঙ্গলবার থেকে কলকাতায় দলের জেলা দফতর প্রমোদ দাশগুপ্ত ভবনে শুরু হয়েছে সিপিএমের ২৬তম রাজ্য সম্মেলন। সেই সম্মেলনে নির্বাচিত হবে নতুন রাজ্য কমিটি। প্রস্তাবিত হবে নতুন সম্পাদকমণ্ডলী।
পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়াতে হলে সংগঠনের খোলনলচে বদলানো ছাড়া গতি নেই। সিপিএমের অন্দরে এই মতামত জোরালো হচ্ছে ক্রমশ। নতুন মুখ তুলে আনার দাবি উঠেছে দীর্ঘদিন। মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ একঝাঁক নতুন মুখের সংযোজন হতে পারে নতুন সম্পাদকমণ্ডলীতে। মীনাক্ষী ছাড়াও সেখানে থাকতে পারে দীপ্সিতা ধর, সায়নদীপ মিত্রের মতো তরুণদের নাম। থাকতে পারেন ঐশী ঘোষও।কৃষক সভার প্রতিনিধি হিসেবে রাজ্য সম্পাদকমণ্ডলীতে ঢুকতে পারেন দক্ষিণ ২৪ পরগনার নেতা তুষার ঘোষ। কারণ, কৃষকসভার অমল হালদার ও বিপ্লব মজুমদার এই সম্মেলন থেকেই বয়সজনিত কারণে সরে যাবেন। উত্তরবঙ্গের অশোক ভট্টাচার্যের জায়গায় সম্পাদকমণ্ডলীতে জায়গা পেতে পারেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ সমন পাঠক।
গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কণীনিকা ঘোষ আসতে পারেন সম্পাদকমণ্ডলীতে। সিপিএমের হুগলি জেলার সম্পাদক দেবব্রত ঘোষ, পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক সুশান্ত ঘোষকেও স্থান দেওয়া হতে পারে সম্পাদকমণ্ডলীতে। পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আসতে পারেন তাপস সিংহও। তবে মীনাক্ষী-দীপ্সিতা-ঐশী-সায়নদীপ-রা রাজ্য সম্পাদকমণ্ডলীতে এলে তারুণ্যের অন্তর্ভুক্তিতে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা হবে রাজ্য সিপিএমের রাজনীতিতে।
উল্লেখ্য, বয়সসীমার কড়াকড়ির কারণে সিপিএমের রাজ্য নেতৃত্ব থেকে এ বার আনুষ্ঠানিক ভাবে বিদায় নেবেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব, অশোক ভট্টাচার্য ও মৃদুল দে-রা। ঠিক হয়েছে— ৭৫ বছরের বেশি বয়সি কেউ আর রাজ্য সম্পাদকমণ্ডলীতে থাকবেন না। তাহলে এবার প্রবীণদের বিদায় জানাতে চায় রাজ্য বামফ্রন্ট? সে প্রশ্নই উঠছে।
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ০৭/১১/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ২১/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ১৫/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
নবমী তিথির শেষ আর দশমী তিথির শুরুতে কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল:…
আজকের রাশিফল দেখে নিন, ০৯/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ…
আজকের সকালে, কি আছে কপালে? দেখুন আজকের রাশিফল: ০৬/০৯/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…