নতুন রাজ্য কমিটি গঠন মমতার! নতুন ভাবে সাজলো দল
রাকেশ দাস: ০৯/০৩/২০২২: গত কয়েকদিন ধরেই নবান্নের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল শীঘ্রই মন্ত্রিসভায় ছোটখাটো রদবদল করতে পারেন মুখ্যমন্ত্রী ৷ সেই মতো রাজ্য সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল।
রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট করে জানান, ১৬৬ (৩) নম্বর ধারায় মন্ত্রিসভায় কিছু বদল আনা হয়েছে। কে কোন পদ পেলেন? করা স্বাধীন দায়িত্ব নিলেন?
দেখা যাক এক নজরে:
দলের মহাসচিব-পার্থচট্টোপাধ্যয়
রাজ্য সভাপতি- সুব্রতবক্সি
সহ-সভাপতি- অমিত মিত্র
রাজ্যের মহিলা সভাপতি- চন্দ্রিমা ভট্টাচার্য
রাজ্য কমিটির সহ-সভাপতি – সৌগত রায়, ব্রাত্য বসু, দেব অর্থাৎ দীপক অধিকারী, শতাব্দী রায়, আবদুল করিম, ডেরেক ও ব্রায়েন-সহ অন্যান্যরা।
সাধারণ সম্পাদক- ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার,শশী পাঁজা, প্রতিমা মণ্ডল, কৃষ্ণ কল্যাণী, রবি টুডু, তন্ময় ঘোষ ও অন্যান্যরা।
সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান – রাজ চক্রবর্তী
মিডিয়া সেলের দায়িত্বে- অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সুখেন্দুশেখর রায়।
ছাত্র পরিষদের চেয়ারম্যান- জয়া দত্ত
সভাপতি- তৃণাঙ্কুর ভট্টাচার্য। এবং এদিন দুটি জেলার সভাপতি দের নাম ও ঘোষণা করা হয়, বনগাঁ জেলার সভাপতি – গোপাল শেঠ
নদিয়া উত্তরের সভাপতি- কল্লোল খান।