এবার দুয়ারে সরকার ক্যাম্পে যোগ হচ্ছে আরো দুটি বিভাগ! কি সেই বিভাগ? কিভাবে পাবেন তার সুবিধা জেনে নিন
ভুবন মোহনকর: ৩১/১০/২০২২: জনমুখী প্রকল্পের সুবিধে দিতে আরো একধাপ এগোলো রাজ্য সরকার। এবার দুয়ারে সরকারের প্রকল্পে যুক্ত হল আরও দুটি নতুন পরিষেবা। জানা গিয়েছে পয়লা নভেম্বর থেকে শুরু হচ্ছে নতুন দুই পরিষেবা। এই মর্মে একটি নির্দেশিকা জারিও হয়েছে।
কি কি বিভাগ?
নবান্ন সূত্রে খবর, এখন থেকে জমির পাট্টার জন্য আবেদন পত্র এবং বিদ্যুতের নতুন সংযোগ এবং বিদ্যুতের পুরনো বকেয়া মেটানো এই দুই পরিষেবা পাওয়া যাবে দুয়ারে সরকার প্রকল্পে।
কিভাবে পাবেন সুবিধা?
▪️পাট্টার জন্য আবেদনের সুযোগ পাবেন ভূমিহীনরা।
▪️বিদ্যুতের বকেয়া বিলে শর্তসাপেক্ষে মিলবে ৫০ শতাংশ ছাড়।
▪️নতুন বিদ্যুত্ সংযোগের জন্য আবেদনও করা যাবে।