আর নয় কোনো রকম বেতন বৈষম্য !! বড় সিধান্ত নিলেন বিসিসিআই
নিজস্ব সংবাদদাতা: সিডনিতে যখন পুরুষদের বিশ্বকাপে ভারত-নেদারল্যান্ডস ম্যাচে সকলের ফোকাস চলছিলো , ঠিক তখনই লাইমলাইট কেড়ে নিল বিসিসিআই সচিব জয় শাহর একটি ট্যুইট। নীরবেই ভারতীয় ক্রিকেট বোর্ড অসাধারণ এক সিদ্ধান্ত নিয়ে ফেলল।
বিসিসিআই ভারতীয় মহিলা ক্রিকেট দলের ম্যাচ ফি পুরুষ ক্রিকেটারদের সমান করল। বিসিসিআই সচিব জয় শাহ টুইট করে এই বড় ঘোষণা করেছেন।
জয় শাহ জানিয়েছেন, এখন থেকে মহিলারা ক্রিকেটাররাও পুরুষদের সমান ম্যাচ ফি পাবেন। টেস্ট ক্রিকেটে একটি ম্যাচের জন্য ১৫ লাখ টাকা পাওয়া যায়। একদিনের আন্তর্জাতি ক্রিকেটে একটি ম্যাচের জন্য পুরুষ ক্রিকেটারদে দেওয়া হয় ৬ লাখ টাকা করে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেছেন, পুরুষরা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একটি ম্যাচ খেলার জন্য ৩ লাখ টাকা পান। এবার থেকে মহিলা ক্রিকেটারদেরও একই পারিশ্রমিক দেওয়া হবে।
নতুন নীতিতে রোহিত-হরমনপ্রীতরা দেশের হয়ে প্রতিটি টেস্ট ম্যাচ খেলার জন্য ১৫ লক্ষ টাকা পাবেন, ওয়ানডে খেলে পাওয়া যাবে ৬ লক্ষ টাকা এবং টি-২০ ম্যাচের জন্য পারিশ্রমিক ৩ লক্ষ টাকা। এর আগে ভারতীয় মহিলা দল ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলার জন্য পেতেন ১ লক্ষ টাকা করে। টেস্টের জন্য বরাদ্দ ছিল ৪ লক্ষ টাকা। বোঝাই যাচ্ছে হরমনপ্রীতদের পারিশ্রমিক বাড়ল অনেকটাই।