ছক্কা লেগে নাকে আঘাত লাগা বাচ্চাটিকে ম্যাচের শেষে রোহিতের আদর! টেডি ও চকলেট উপহার
ভুবন মোহনকর: ১৪/০৭/২০২২: সেদিনের ম্যাচে পঞ্চম ওভারে ডেভিড উইলির একটি ডেলিভারি পুল করে গ্যালারিতে পাঠান রোহিত। তার পরেই ক্যামেরায় ওই বলটি গিয়ে আঘাত করে একটি ছোট্ট বাচ্চা মেয়েকে। একজন বয়স্ক লোককে ওই বাচ্চা মেয়েটিকে সামলাতে দেখা যায়।
পরে জানতে পারা যায় ম্যাচের শেষে ওই ছোট্ট বাচ্চা মেয়েটির সঙ্গে দেখা করেন রোহিত শর্মা। সে সুস্থ আছে কিনা খোঁজ ও নেন নিজে গিয়ে। ভারতীয় অধিনায়ক তাকে সান্তনা দেন সাথে সাথে চকলেট এবং টেডিবিয়ারও গিফট করেছেন। তার এই আচরণের প্রশংসা করেছে গোটা ক্রিকেট বিশ্ব।