শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের লড়াই! ভারত বনাম অস্ট্রেলিয়া, অন্যদিকে চোখ রাঙাচ্ছে বৃষ্টি
ভুবন মোহনকর: পশ্চিম মেদিনীপুর: ০৭/০৬/২০২৩: ওভালে শুরু হয়ে যাচ্ছে টেস্টের বিশ্বকাপ জয়ের চূড়ান্ত লড়াই। যে লড়াইয়ে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। কিন্তু দুই ধরনের ফলফাল অনুযায়ী অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকায় শীর্ষে থেকেছে আর ভারত আবার দ্বিতীয় হয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে।
আবার আইসিসি ক্রমপর্যায়ে ভারত এই মুহূর্তে শীর্ষস্থানীয় দল। দুইয়ে রয়েছে অস্ট্রেলিয়া। আজ থেকে সেই লড়াইয়ের শুরু হতে চলছে। এই লড়াইয়ে ভারত চ্যাম্পিয়ন হলে, ১০ বছর পর আইসিসি ট্রফি খরা কাটাবেন রোহিত ব্রিগেড।
শেষবার ভারত আইসিসি ট্রফি পেয়েছিল মহেন্দ্র সিং ধোনির হাত ধরে।আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে। কিন্তু এত হিসেবের পরেও আরো একটি সমস্যা রয়েছে। সেটি হল বৃষ্টি। ফাইনাল ম্যাচের সূচি জুনের ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত। দক্ষিণ লন্ডনের ওভালে।
তবে কোনও কারণে প্রাকৃতিক দুর্যোগে কোনও দিন নষ্ট হলে রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে ১২ জুন। আর তাতেও যদি না হয় তাহলে সম্ভবত দুই দলের হতেই থাকবে ট্রফি। যুগ্ম বিজয়ী ঘোষণা করা হতে পারে বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়ন দুই দলকেই।
🔸 নির্ধারিত সময় দুপুর ৩ টায়- স্টার স্পোর্টস-১ এবং HD,স্টার স্পোর্টস-২, এবং HD, স্টার স্পোর্টস-১ হিন্দি, এবং HD , স্টার স্পোর্টস-১ তামিল HD+SD, স্টার স্পোর্টস ১ কন্নড়-এ ম্যাচের লাইভ দেখুন।