শূন্য রানে সাত উইকেট! সঙ্গে হ্যাটট্রিক
ভুবন মোহনকর: ১২/০৩/২০২২: হ্যাটট্রিক-সহ শূন্য রানে সাত উইকেট, অসাধারণ কৃতিত্বের অধিকারী হলেন অরিত্র চট্টোপাধ্যায়। দিল্লিতে অনুষ্ঠিত সর্বভারতীয় সিভিল সার্ভিস ক্রিকেট প্রতিযোগিতায় এই নজির গড়েছেন তিনি।
মোট ২.৪ ওভার বল করেছেন তিনি। তাঁর বোলিংয়ের দাপটে বিপক্ষ দল গুটিয়ে যায় ১৯ রানে। জবাবে আরএসবি কলকাতা তিন ওভারে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেট তো নয়ই, এমনকি আন্তর্জাতিক ক্রিকেটেও এমন নজির নেই, তবে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটার ডেন ভ্যান নিয়েকার্ক বছর পাঁচেক আগে 0 রানে 4 উইকেট নিয়েছিলেন। রিচি বেনো 0 রানে 3 উইকেট নিয়েছিলেন।
প্রসঙ্গত, অরিত্র খেলেন কালীঘাট ক্লাবে। গত বছর বাংলার সিনিয়র দলেও ছিলেন। তিনি হেরম্ব চন্দ্র কলেজে পড়াশুনা করেছেন। এর পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছেন। বর্তমানে ভারতীয় অডিট এবং অ্যাকাউন্টস বিভাগে সিনিয়র অডিটর হিসেবে চাকরি করেন।