INDIA vs West Indies ODI ম্যাচে সিরিজ হোয়াইটওয়াশ এর পথে ভারত
ভারত: ২৩৭/৯
ওয়েস্ট ইন্ডিজ: ১৯৩/১০
ভারতের ২৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ক্যারিবিয়ানরা শেষ পর্যন্ত ১৯৩ রানে অলআউট হয়ে গেল। পুরো ৫০ ওভার খেলার আগে ৪৬ ওভারে। আর প্রসিদ্ধ কৃষ্ণ ৯ ওভারে মাত্র ১২ রান খরচ করে ৪ উইকেট তুলে নিলেন। ৩টি মেডেন ওভার সহ।
প্ৰথমে ভারতকে আড়াইশো-র কম রানে বেঁধে রাখার পরে ব্যাটিং ব্যর্থতা ভুগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজকে। দুই ওপেনার সাই হোপ (২৭) এবং ব্রেন্ডন কিং (১৮) শুরুর পার্টনারশিপে ৩২ করে দিয়েছিলেন। কৃষ্ণ শুরুর পার্টনারশিপে ভাঙন ধরানোর পরে ভারতকে আর ফিরে তাকাতে হয়নি। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ক্যারিবিয়ানরা।
প্ৰথম ম্যাচে ভারতকে জিটিয়েছিল দুরন্ত ঘূর্ণি। দ্বিতীয় ম্যাচের ফারাক গড়ে দিলেন দুই পেসার প্রসিদ্ধ কৃষ্ণ এবং শার্দূল ঠাকুর। কৃষ্ণের ৪ উইকেটের সঙ্গে শার্দূলের শিকার দুই ক্যারিবীয় ব্যাটসম্যান। সিরাজ, চাহাল, ওয়াশিংটন সুন্দর যেমন একটি করে উইকেট নিয়েছেন।
তেমন বুধবার আন্তর্জাতিক কেরিয়ারের প্ৰথম উইকেটের স্বাদ পেলেন দীপক হুডাও।