মুম্বাই vs কলকাতা! হাড্ডাহাড্ডি ম্যাচে জয়ী কলকাতা, জয়ের নায়ক প্যাট কামিন্স
ভুবন মোহন কর: মুম্বাই – ১৬১/৪-২০•০, কলকাতা – ১৬২/৬-১৬•০ ।প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাই সেভাবে শুরু করতে না পারলেও মিডিল ওভার থেকে ম্যাচে ফিরে আসে। উমেশ যাদবের দুরন্ত বোলিং। মাত্র ৩ রানেই রোহিত শর্মা কে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। ঈশান কিষান ২১ বলে ১৪ রান, তিলক বর্মা (৩৮ রান ২৭ বলে) এবং সূর্য কুমার যাদবের (৩৬ বলে ৫২ রান) ঝোড়ো ব্যাটিংয়ে কিছুটা আশার আলো দেখে মুম্বাই। তার সঙ্গে ব্রেভিস ১৯ বলে ২৯ রান ও পোলার্ড ৫ বলে ২২ বিধ্বংসী ইনিংস খেলে কলকাতার সামনে ১৬২ রানের টার্গেট রাখে।
দ্বিতীয় ইনিংসে ১৬২ রানের টার্গেটে খেলতে নেমে কলকাতা সেভাবে শুরু করতে পারেনি। ১১ বলে ৭, ক্যাপ্টেন শ্রেয়াস ৬ বলে ১০, শ্যাম বিলিংস ১২ বলে ১৭, নীতিশ রান ৭ বলে ৮ রান তুলে ফিরে যান। কলকাতার মাথায় কালো মেঘ ঘনাতে শুরু করে।
আজ সেভাবে রাসেল মাসেল ভরসা দিতে পারেনি। ৫ বলে ১১ রানে ফিরে যান। কিন্তু আশ্চর্য ভাবে পরবর্তী ব্যাটস ম্যান প্যাট কামিন্স ভয়ংকর দক্ষতায় বিধ্বংসী ব্যাটিং করে ১৪ বলে ৫০ রান করেন সঙ্গে ওপেনার ভেঙ্কটেশ আইয়ার ৪১ বলে ৫০ রানের লম্বা ইনিংস করে ১৬ ওভারে ৫ উইকেট ১৬২ রান তুলে দলের জয় ছিনিয়ে নেন। পয়েন্ট টেবিলে কলকাতা আবারও ১ নম্বরে।
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ০৭/১১/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ২১/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ১৫/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
নবমী তিথির শেষ আর দশমী তিথির শুরুতে কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল:…
আজকের রাশিফল দেখে নিন, ০৯/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ…
আজকের সকালে, কি আছে কপালে? দেখুন আজকের রাশিফল: ০৬/০৯/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…