ভুবন মোহনকর: ০৮/০৪/২০২২: (পাঞ্জাব – ১৮৯/৯-২০•০) (গুজরাট – ১৯০/৪ -২০•০) প্রথম থেকেই ভালো পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে পাঞ্জাব। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দুরন্ত পারফরম্যান্স দেখালো পাঞ্জাবের লিভিংস্টন। ২৭ বলে ৬৪ রান। সঙ্গে ধায়ান (৩০ বলে ৩৫রান) এবং রাহুল ত্রিপাঠীর (১৪ বলে ২২) সুন্দর ইনিংস। কিন্তু আজকের ম্যাচেও ব্যর্থ ক্যাপ্টেন মায়াঙ্ক। ৯ বল খেলে মাত্রা ৫ রানে আউট হয়ে যান। আজকের ম্যাচেও জীতেশ শর্মা ১১ বলে ২৩ রানের একটা সুন্দর ইনিংস খেলে যান।
বাকিদের পারফরম্যান্স সেভাবে আজ চোখে পড়েনি। এদিকে গুজরাট এর আগুন ঝরানো বোলিং। গুজরাটের হয়ে রশিদ খান ৩ টি এবং নলখান্দে ২ টি ও লকি ফার্গুসন, সামি, পন্দিয়া ১ টি করে উইকেট পান। সব মিলিয়ে পাঞ্জাব গুজরাটের সামনে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানের লক্ষ্যমাত্রা রাখে।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৯০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে খুব শুরু করে আজ গুজরাট। শুভমান গিলের ঝড়ো ইনিংস। ১১ টি ৪ এবং ১ টি ৬ মেরে ৫৮ বলে ৯৬ রান তোলেন। সঙ্গে খুব ভাল সংগত দেখায় সাই সুদর্শন, ২৯ বলে ৩৬ রান করে রাহুল চাহারের বোলিং জালে ফেঁসে মায়াঙ্কের ক্যাচ তুলে আউট হন। ওপেনার ম্যাথিউ ওয়াড ( ৭ বলে ৬ রান) সেভাবে শুরু করার আগেই রবাদার বলে বেয়ারস্ট্রো ক্যাচ তুলে গ্যালারিতে ফিরে যান।
ক্যাপ্টেন হার্দিক পান্ডীয়ার সুন্দর প্রদর্শন। ১৮ বলে ২৭ রান করে রান আউট হয়ে ফিরে যান। পাঞ্জাব ব্যাটিং পারফরম্যান্স এর মত কিন্তু বোলিং পারফরম্যান্স ও দারুন। রবাদা ২ টি এবং রাহুল চাহার ১ টি উইকেট নেয়। শেষ মুহূর্তে রাহুল টিয়াতিয়ার হাথ ধরে ২ টি পরপর ৬ মেরে গুজরাট জয়ী ৪ উইকেট ১৯০ রানে।
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ০৭/১১/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ২১/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ১৫/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
নবমী তিথির শেষ আর দশমী তিথির শুরুতে কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল:…
আজকের রাশিফল দেখে নিন, ০৯/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ…
আজকের সকালে, কি আছে কপালে? দেখুন আজকের রাশিফল: ০৬/০৯/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…