ফের আম্পায়ারিং বিভ্রাট! সেই ভুলেই ছিটকে গেলেন কলকাতা, প্লে অফের স্বপ্ন চুরমার
ভুবন মোহনকর: ২০/০৫/২০২২: ২০২২ আইপিএল (IPL) মরশুম জুড়েই একাধিকবার খারাপ আম্পায়ারিংয়ের নজির দেখতে পাওয়া গিয়েছে। এমনকি দেখা গেছে থার্ড আম্পায়ারের বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঠিক থাক কাজ করেনি। কেকেআর এবং লখনউয়ের মধ্যে আয়োজিত এই ম্যাচে এমনই নজির আরও একবার দেখতে পাওয়া গেল। এই ম্যাচটা কেকেআর মাত্র ২ রানে হেরে গিয়েছে। তার সঙ্গে প্লেঅফে যাওয়ার স্বপ্নও ভেঙে চুরমার হয়ে গিয়েছে।
একটা সময় তো মনে হচ্ছিল যে কেকেআর ব্রিগেডের ঘাতক ব্যাটার রিঙ্কু সিংয়ের দাপটে খুব সহজেই এই ম্যাচ জিতে যাবেন নাইটরা। কিন্তু আম্পায়ারিং বিভ্রাটে তা হলো না। প্রায় পরাজিত হওয়া ম্যাচ ফের জয়ের সন্নিকটে নিয়ে গিয়েছিলেন তিনি। শেষ ওভারে ২১ রান তোলার লক্ষ্যে ব্যাট করতে নেমে মার্কস স্টোইনিসের প্রথম বলে বাউন্ডারি হাকান ভারতীয় এই ক্রিকেটার।
পরের দুই বলে দুটি ব্যাক টু ব্যাক ছক্কা মারেন নাইট তারকা। রিঙ্কুর এই ঝড়ো ব্যাটিং দেখে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলেন লখনউয়ের ভক্তরা। প্রথম তিন বলে ১৬ রান সংগ্রহ করার পর শেষ ৩ বলে কলকাতার দরকার ছিল ৫ রান। এরপরেই যত সমস্যা, ঘটে আশ্চর্যজনক ঘটনা।
পঞ্চম বলে তুলে মারতে গিয়ে লখনউ সুপার জায়েন্টসের নির্ভরযোগ্য ক্রিকেটার লুইসের বাঁহাতে ধরা পড়েন রিঙ্কু সিং। আম্পায়ার সেটা আউট দিলেই পরবর্তী খানে দেখা যায় সেটি নো-বল। মার্কস স্টোইনিস নির্ধারিত লাইনের বাইরে পা দিয়ে বোলিং করেছিলেন রিঙ্কু সিংকে। আর সেই বলে আউট হন রিঙ্কু সিং। আম্পায়ারের ভুলে গুরুত্বপূর্ণ ম্যাচে নাকি পরাজয় ঘটেছে নাইট বাহিনীদের। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, যে বলে রিঙ্কু সিং আউট হয়েছেন সেই বলটি অবৈধ ছিল। তবে কি এবারের আইপিএলে বারবার আপমায়ারিং বিভ্রাট কি পরের মরসুমের ভাবনায় বদল আনবে?
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ০৭/১১/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ২১/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ১৫/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
নবমী তিথির শেষ আর দশমী তিথির শুরুতে কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল:…
আজকের রাশিফল দেখে নিন, ০৯/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ…
আজকের সকালে, কি আছে কপালে? দেখুন আজকের রাশিফল: ০৬/০৯/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…