অন্যান্যকলকাতাক্রিকেটখবরখেলা

IPL 2022 : বুড়ো হাড়ের ম্যাজিকে অর্ধশতরান ধোনির! দুরন্ত জয় দিয়ে শুরু কলকাতার

বুড়ো হাড়ের ম্যাজিকে অর্ধশতরান ধোনির! দুরন্ত জয় দিয়ে শুরু কলকাতার

ভুবন মোহনকর: ২৭/০৩/২০২২: জয় দিয়ে আই.পি.এল ২০২২ (IPL2022) মরসুম শুরু করল কলকাতা নাইট রাইডার্স (KKR)। চেন্নাই সুপার কিংস (CSK) পরাজিত ৬ উইকেটে। জাদেজা-ধোনির ৭০ রানের পার্টনারশিপে নাইটদের ১৩২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ ৯ বল বাকি থাকতেই সেই রান তুলে দেন রাহানেরা ৷ ‘ইয়ংস্টার’রা নন, আইপিএলের উদ্বোধনী ম্যাচে সমস্ত নজর কাড়লেন প্রবীণরাই।

আইপিএলের প্রথম ম্যাচেই জয় পেল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দিল তারা। ওয়াংখেড়েতে সব বিভাগেই দাপট দেখালেন শ্রেয়স আয়াররা।

টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন শ্রেয়স আয়ার। প্রথম ওভারেই উইকেট নিয়ে কলকাতাকে এগিয়ে দেন উমেশ যাদব। ভারতীয় দলে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি। কিন্তু কলকাতার হয়ে আইপিএলে দুরন্ত শুরু করলেন উমেশ। ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। ফিরিয়ে দেন চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (০) এবং ডেভন কনওয়েকে (৩)।

ওপেনাররা ফিরে গেলে চেন্নাইয়ের হয়ে হাল ধরেন রবিন উথাপ্পা (২৮) এবং অম্বাতি রায়ডু (১৫)। উইকেটে বল লাগলেও বেল না পড়ায় বেঁচে গিয়েছিলেন রায়ডু। যদিও নিজে রান আউট হয়ে দলকে বিপদে ফেলেন তিনি। খুব বেশি ক্ষণ ক্রিজে টিকতে পারেননি উথাপ্পা। তাঁকে ফিরিয়ে দেন বরুণ চক্রবর্তী। বলা ভাল শেল্ডন জ্যাকসন। ওয়াইড বলে স্টাম্প করেন তিনি। উইকেটের পিছনে নজর কেড়েছেন নাইটরক্ষক।

শুরুতে মন্থর ভাবে শুরু করলেও শেষ মুহূর্তে দেখা যায় ধোনি-ধামাকা। ৩৮ বলে অপরাজিত ৫০ রান করেন তিনি। সাতটি চার এবং একটি ছয় মারেন ধোনি। জাডেজা ২৮ বলে ২৬ রান করেন। চেন্নাইয়ের স্কোর ১৩১ রানে পৌঁছে দেন তাঁরাই।কলকাতার হয়ে ওপেন করলেন অজিঙ্ক রহাণে এবং বেঙ্কটেশ আয়ার। পাওয়ার প্লে-তে ৪৩ রান তুলে নিলেন তাঁরা। বাঁহাতি এবং ডানহাতি ব্যাটার মিলে চেন্নাই বোলারদের নাস্তানাবুদ করতে শুরু করেন।এবং শেষে ৬ উইকেট ১৩২ রান তুলে ম্যাচ জিতে নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.