কলকাতাক্রিকেটখবরখেলা

Mamata Banerjee : সৌরভকে অন্যয়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Chief Minister Mamata Banerjee claimed that Sourav was unfairly removed

সৌরভকে অন্যয়ভাবে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

নিজস্ব সংবাদাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের BCCI- এর সভাপতি পদে না থাকা নিয়ে বিতর্কের অন্ত নেই। নানান জল্পনাও তৈরি হয়েছে বিভিন্ন সময়। গত কয়েকদিন ধরে সৌরভকে নিয়ে জোর চর্চা দেশে। আগের সপ্তাহেই গোটা দেশ জেনে ফেলেছিল বোর্ড প্রেডিসেন্ট হিসেবে ইনিংস শেষ সৌরভের। তাঁর পরিবর্তে রজার বিনিকে বেছে নেওয়া হয়েছে পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে। এই খবরের বিস্ফোরণে রীতিমতো কেঁপে যায় দেশ। BCCI-র সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উত্তরসূরি হতে চলেছেন রজার বিনি। সূত্রের খবর, সৌরভ বোর্ডের প্রধান হিসাবে চালিয়ে যেতে চেয়েছিলেন। তবে, অন্যান্য সদস্যদের থেকে এই বিষয়ে সমর্থন পাননি।

 

এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে অন্যায়ভাবে BCCI থেকে বাদ দেওয়া হয়েছে বলেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আইসিসি-র ভোটে সৌরভকে লড়তে দেওয়া হোক। মালবাজারে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বললেন, ”সুপ্রিম কোর্টের রায় সৌরভের জন্যও ছিল, অমিত শাহের ছেলের জন্যও ছিল। সৌরভ নেই অথচ বিসিসিআইয়ে থেকে গেলেন অমিতবাবুর ছেলে। সে থাকুন, আমার কিছু আসে যায় না। কিন্তু আমার প্রশ্ন সৌরভকে বাদ দেওয়া হল কেন? আমি এটা জানতে চাই।”

 

তৃণমূলনেত্রীর বক্তব্য, ‘সরকারকে অনুরোধ, রাজনীতি করবেন না। প্রতিহিংসাপরায়ণ হবেন না। উনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন। ক্রিকেট, খেলাধুলোর কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিন।’ মমতার মুখে অমিত শাহর পুত্রের নাম শোনার পরে অনেকেই বলছেন, গোটা ঘটনায় নতুন করে রাজনৈতিক রং লেগে গেল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.