মহিলা ক্রিকেটে পাক বধ করে ভারতের বিশ্বকাপের সূচনা!
ভুবন মোহনকর: ০৬/০৩/২০২২: পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত ৷ নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানুইয়ের বে-ওভালের মাঠে যখন টস করতে নামেন মিতালি রাজ ও পাক অধিনায়ক বিসমা মারুফ, তখন অর্ধেক দেশবাসী ঘুমের জগতে ৷ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিতালি ৷
প্রথমে ব্যাট করে ৭ উইকেটের বিনিময়ে ২৪৪ রান তোলেন মিতালি রাজরা ৷ জবাবে ব্যাট করতে নেমে ১৩৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তানের মহিলা ক্রিকেট দল ৷ ১০৮ রানে ম্যাচ জেতে ভারত।
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এই বড় জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে উওমেন ইন ব্লু’কে। ম্যাচ শেষে অধিনায়ক মিতালি বলেন, ‘‘প্রথম ম্যাচ জিতে স্বস্তি লাগছে, তবে এখনও অনেক কিছু ঠিক করতে হবে। হেলায় উইকেট দিয়ে এলে চাপ তৈরি হয়। পূজা এবং স্নেহর ব্যাট আমাদের ম্যাচে ফিরিয়ে আনে।
টপ অর্ডার রান পেয়েছে। স্নেহ, পূজা এবং দীপ্তিদের মতো অলরাউন্ডার থাকলে দলের দুই বিভাগই শক্তিশালী হয়।’’ বিরাট-রোহিতরা না পারলেও বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন ঝুলন-মিতালিরা