চলতি সপ্তাহেই ৪০° তাপমাত্রা ছুঁইছুঁই, সঙ্গে থাকবে লু! কি বলছে হওয়া-মহল? বিস্তারিত জানুন:
ভুবন মোহনকর: ১০/০৪/২০২৩: আজ থেকেই বাড়বে তাপমাত্রা! দুপুরের দিকে থেকে বইবে লু। জারি সতর্কতা। আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। উল্টে তাপদাহে পুড়বে বাংলা। কলকাতার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই সপ্তাহের শুরু থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বার্ধামান, ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর ও উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। ৬-৭টি জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকবে তাপমাত্রা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১২ ও ১৩ তারিখ কলকাতার তাপমাত্রা পৌঁছবে ৩৯ ডিগ্রিতে। তারপরে তা ছুঁতে পারে ৪০ ডিগ্রির ঘরও।