দুই বঙ্গেই গভীর নিম্নচাপ! ঘূর্ণাবর্তের জেরে প্রবল বৃষ্টিপাত, জারি সতর্কতা
ভুবন মোহনকর: ১৫/০৯/২০২৩: পশ্চিম মেদিনীপুর: বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তারই জেরে দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি। ভরা ভাদ্রে যেন দাপট দেখাচ্ছে বর্ষা। আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাতভর বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। আজও দিনভর একই থাকবে পরিস্থিতি।
সমগ্র দক্ষিণ বঙ্গেই গতকাল রাত থেকে হালকা-মাঝারি বৃষ্টি চলছে একাধিক জেলায়। আজ ও দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামের পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জেলাগুলিতে।
এমনকী আগামী ৪৮ ঘণ্টাতেও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের পাশাপাশি নদিয়া ও ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, অন্য জেলার চেয়ে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। এবং উত্তরবঙ্গের সব জেলাতেই আপাতত দিন কয়েক হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।