আবহাওয়াকলকাতাখবরজেলার খবররাজ্য

Weather Update: তাপমাত্রার পারদ ফের বাড়ছে! গরমে জ্বলবে দক্ষিণবঙ্গ, উত্তরের জেলা গুলি ভিজতে পারে বৃষ্টিতে

তাপমাত্রার পারদ ফের বাড়ছে! গরমে জ্বলবে দক্ষিণবঙ্গ, উত্তরের জেলা গুলি ভিজতে পারে বৃষ্টিতে

 

ভুবন মোহনকর: ৩০/০৫/২০২৩: পশ্চিম মেদিনীপুর: ক্রমশ্য চড়ছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা চড়তে পারে। তাপমাত্রার ৪০ ডিগ্রি পর্যন্তও পৌঁছতে পারে বলে পূর্বাভাস।

 

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট কমতে শুরু করবে। আর অন্যদিকে দাপিয়ে বাড়তে থাকবে তাপমাত্রা। সোমবার থেকে ফের সূর্যের তাপে পুড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।

শহর কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছবে বলে পূর্বাভাস। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর , পশ্চিম বর্ধমান জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রিরও ওপরে উঠতে পারে বলে সম্ভাবনা রয়েছে।

 

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আজ থেকে দুপুর ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করল নবান্ন।

কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম থাকবে। কলকাতা ছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় লু বইবে।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.