বঙ্গে এলো বর্ষা! কেমন থাকবে জঙ্গলমহল?
ভুবন মোহনকর: ২৫/০৬/২০২২: ভরা বর্ষা রাজ্যে। তীব্র দাবদাহ থেকে রেহাই পেলেও ভ্যাপসা গরম আছেই। তার মধ্যেই সু খবর শোনাল হাওয়া-মহল। উত্তরবঙ্গের একাধিক জেলায় আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে অবশ্য আজ ভারী বৃষ্টি না হলেও দিনভর দফায়-দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষা এবছর অনেকটাই দুর্বল। তাই আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হবে।
বিগত বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলছে। মাঝে সাময়িক বিরতি নিলেও ফের ভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে মৌসম ভবন। আগামী চার-পাঁচ দিনে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। শনিবার থেকে প্রায় সব জেলাতেই কিছু করে বৃষ্টির পরিমাণ বাড়বে।
কেমন থাকবে পশ্চিম মেদিনীপুর?
পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় আজ আকাশ মেঘলা থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১° ও সর্বনিম্ন ২৬° সেলসিয়াস থাকবে।
ঝাড়গ্রাম
ঝাড়গ্রাম জেলায় বিভিন্ন এলাকায় আজ আকাশ মেঘলা থাকতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের তাপমাত্রা ৩১°সেলসিয়াসের আশেপাশে থাকবে। রাতের তাপমাত্রা ২৬°সেলসিয়াসের থাকবে।