স্বস্তির আপডেট! ধেয়ে আসছে কালবৈশাখী, চলতি সপ্তাহেই ঝড়-বৃষ্টির বার্তা
ভুবন মোহনকর: ২০/০৪/২০২২: ক্রমশ চড়ছে তাপমাত্রা! ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রায় ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা। বেশ কয়েকটি জেলার জন্যে ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। দুপুর থেকেই চলছে লু। প্রশাসনের তরফে সুস্থ থাকলে অ্যালার্ট জারি করা হয়েছে।
অন্যদিকে ঘূর্ণিঝড় সহ ব্যাপক বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলা গুলিতে। ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে এইবঙ্গে। তবে দীর্ঘ অপেক্ষার অবসান। চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে হতে পারে কালবৈশাখী ঝড়, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে এখনও প্রায় সব জেলাতে বজ্র-বিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গেই রয়েছে শিলাবৃষ্টিরও প্রবল সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের বীরভূম, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া সহ বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। সুতরাং, আজ দুপুরের পর থেকে শুক্রবার বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে এক অথবা একাধিক কালবৈশাখির সম্ভাবনা। থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। কোলকাতায় আজ মরশুমের প্রথম কালবৈশাখির সম্ভাবনা। আগামি ৪৮ ঘন্টার মধ্যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কালবৈশাখির অনুকূল পরিস্থিতি।