আরও বাড়বে তাপমাত্রা, মার্চেই হবে ৪০ ডিগ্রি!
ভুবন মোহনকর: ০৪/০৩/২০২২: শীত বিদায় নিয়েছে ৷ রাতের দিকেও ঠান্ডার আমেজ তেমন নেই ৷ বরং ফ্যান চালালেই স্বস্তি ৷ দিনের বেলা বাইরে পা রাখলে রোদের আঁচ গায়ে লাগছে ৷ বসন্তের আবহে এখন চোখ রাঙাচ্ছে গরম ৷তৃষ্ণায় ছাতিফাটা গা ঝলসানো গরমের দিনগুলি এসে গেল। রোদে ফুটিফাটা হবে মাঠঘাট। এ বার গ্রীষ্মকালের তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাসও দিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। শোনা যাচ্ছে, মার্চ মাসেই নাকি ৪০ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রার তীব্র দাবদাহে পুড়বে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। তবে পারদ চড়ার যে প্রাথমিক ইঙ্গিত মিলছে, তাতে মার্চ না হলেও এপ্রিল-মে মাসে যে প্রচণ্ড তাপপ্রবাহে পুড়বে বাংলা তা ধরে নেওয়াই যায় । ফলে, অনিবার্য ভাবেই বাড়তে চলেছে হিট স্ট্রোক বা সান স্ট্রোকের শিকার হওয়ার ঘটনা।
এ রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়ায় যা আকছারই ঘটে গ্রীষ্মকালে। কলকাতাতেও হিট স্ট্রোকের শিকার হতে হয় প্রবীণ ও মহিলাদের। এবিষয়ে গবেষকরা বলেছেন, খুব বেশি হলে ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে মানবশরীর। তা-ও সেটা সম্ভব বয়স অল্প থাকলে। স্বাস্থ্যবান হলে। ৪৫ বছর পেরনোর পর ওই তাপমাত্রাও আর মানবশরীরের পক্ষে সহনীয় থাকে না।ফলেই হিট স্ট্রোক বা সান স্ট্রোকের মতো ঘটনা ঘটে।
এমনকি হয় কার্ডিয়াক বা সেরিব্রাল অ্যাটাকও। বেশি করে নুন, চিনির জল খান, সাধারণ জল বেশী করে পান করুন, ডাবের জল খান, রোদে বেরোনোর আগে ছাতা, সানগ্লাস, টুপি ব্যবহার করুন। পারলে ওড়না বা স্কাফ্ ব্যবহার করুন।
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ০৭/১১/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ২১/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল: ১৫/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…
নবমী তিথির শেষ আর দশমী তিথির শুরুতে কোন রাশির জন্য দিনটি কেমন? দেখুন আজকের রাশিফল:…
আজকের রাশিফল দেখে নিন, ০৯/১০/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ…
আজকের সকালে, কি আছে কপালে? দেখুন আজকের রাশিফল: ০৬/০৯/২০২৪ (এই আর্টিকেলে যে তথ্য দেওয়া…