কালীপুজোয় দিনভর বৃষ্টি, সিত্রাংয়ের জেরে মাটি হতে চলেছে আলোর উৎসব
নিজস্ব সংবাদদাতা: সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে। ক্ষেপে ক্ষেপে বৃষ্টি নামছে বিভিন্ন জেলায়। এদিকে হাওয়া অফিস জানিয়েছে, ক্রমেই শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে সিত্রাং। পশ্চিমবঙ্গের উপকূলে সরাসরি এই ঘূর্ণিঝড় আছড়ে না পড়লেও এর প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।
এই আবহে আগেভাগে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। রবিবার থেকেই কাজ শুরু করে দিয়েছে বাহিনী। উপকূলবর্তী এলাকায় মাইকিং চালিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে দিয়েছে বাহিনী।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার থেকেই। কালীপুজোয় দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ কিলোমিটার। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়তে পারে কলকাতায়। সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও কলকাতা, হাওড়া এবং হুগলিতে কালীপুজোর পরদিন অর্থাৎ মঙ্গলবারও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৫ তারিখ উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।
বরিশালের কাছাকাছি ল্যান্ডফল হতে পারে সিত্রাংয়ের। ২৫ অক্টোবর ল্যান্ডফলের সম্ভাবনা। তবে এর প্রভাব পড়তে শুরু করেছে রবিবার রাত থেকেই। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। প্রবল বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। যার গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার।